Realme Tablet: রিয়েলমির (Realme) নতুন ট্যাবলেট (Tab) লঞ্চ হয়েছে ভারতে। সম্প্রতি রিয়েলমি প্যাড এক্স (Realme Pad X) লঞ্চ হয়েছে দেশে। এই ট্যাবে (Tablet) রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এই প্রথম কোনও ট্যাবে ৫জি (5G) সাপোর্ট দিয়েছে রিয়েলমি সংস্থা। এখানে রয়েছে (Realme Tab) ১১ ইঞ্চির একটি ডিসপ্লে। এছাড়াও এই ট্যাবে (Realme Tablet) যুক্ত রয়েছে একটি কোয়াড স্পিকার। ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে রিয়েলমি প্যাড এক্স ট্যাবে। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেনসর। এই ক্যামেরা সেনসরের সাহায্যে ১০৫ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে যা ভিডিও কলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও এই ট্যাবলেটে রয়েছে ৮৩৪০ এমএএইচ ব্যাটারি এবং রিয়েলমি পেনসিল ও রিয়েলমি স্মার্ট কিবোর্ডের সাপোর্ট। এই ট্যাবের পাশাপাশি রিয়েলমি সংস্থা ভারতে তাদের ফ্ল্যাট মনিটরও লঞ্চ করেছে।


ভারতে রিয়েলমি প্যাড এক্স এবং রিয়েলমি ফ্ল্যাট মনিটরের দাম ও উপলব্ধতা


রিয়েলমি প্যাড এক্সের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে। এই ডিভাইসে রয়েছে ওয়াই-ফাই কানেক্টিভিটি। এছাড়াও ৫জি কানেক্টিভিটি যুক্ত ট্যাবের দাম ২৫,৯৯৯ টাকা। অন্যদিকে, ৫জি পরিষেবা যুক্ত এবং ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে রিয়েলমি প্যাড এক্সের দাম ২৭,৯৯৯ টাকা। গ্লেসিয়ার ব্লু এবং গ্লোয়িং গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ট্যাব। ফ্লিপকার্ট, Realme.com এবং অফলাইন রিটেল চ্যানেল থেকে কেনা যাবে রিয়েলমি প্যাড এক্স। এসবিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। প্রথম সেল শুরু হবে ১ অগস্ট। তিনটি স্টোরেজ মডেলের ক্ষেত্রেই থাকবে ছাড়।


রিয়েলমি ফ্ল্যাট মনিটরের দাম ১২,৯৯৯ টাকা। Realme.com এবং ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই মনিটর। পাওয়া যাবে শুধুমাত্র কালো রঙে। এই কিবোর্ডের জন্য প্রথম সেল শুরু হবে ২৯ জুলাই। সেই সময় কিছুটা কম দামে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে এই কিবোর্ড।


আরও পড়ুন- বাডস এয়ার ৩ নিও, বাডস ওয়্যারলেস ২এস- ভারতে এই দুই ইয়ারফোন লঞ্চ করেছে রিয়েলমি, দাম কত