সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাট (Belgharia Flat) থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও তাল তাল সোনা। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া ২৭ কোটি ৯০ লক্ষ টাকার মধ্যে ২ হাজারের নোটে ৫০ লক্ষ টাকার বাণ্ডিল এবং ৫০০-র নোটে ২০ লক্ষের বাণ্ডিল উদ্ধার হয়েছে। আর সেই উদ্ধার হওয়া টাকার স্তূপে মিলেছে সবংয়ের (Sabang) এক বস্ত্রালয়ের পলিথিন (polythene)। সেই ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
অর্পিতার ফ্ল্যাটে মিলল সবংয়ের 'সাউ বস্ত্রালয়'-এর পলিথিন
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার স্তূপের ওপর মিলল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের সাউ বস্ত্রালয়ের পলিথিন। এই বিষয়ে দোকানে যোগাযোগ করা হলে তাঁদের তরফে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় কখনও তাঁদের দোকানে আসেননি। তবে এই বিষয়ে বিরোধীদের খোঁচা, যে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে সবংও।
গতকাল অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার স্তুপের উপরে দেখতে পাওয়া গিয়েছে 'সাউ বস্ত্রালয়' লেখা একটি পলিথিন। এই নামে দোকান রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। এমনই দাবি সিপিএমের।
গতকাল 'সিপিআইএম পশ্চিম মেদিনীপুর' নামে ফেসবুকে থাকা দলীয় অফিসিয়াল পেজ থেকে এই ঘটনা তুলে ধরা হয়। সবং থেকে মোহাড় যাওয়ার রাস্তার পাশে রয়েছে এই দোকান। তবে সেই দোকানের তরফে জানানো হয়েছে, পার্থ বা অর্পিতা কখনও তাঁদের দোকানে কেন, সবংয়ে এসেছেন বলেও তাঁদের জানা নেই। তবে পলিথিনটি তাঁদেরই।
আরও পড়ুন: SSC Scam: শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ, নতুন মামলার অনুমতি হাইকোর্টের
উল্লেখ্য, প্রায় ৪ দশকের পুরনো এই দোকানে ৩ ধরনের পলি ব্যাগ রয়েছে। তার মধ্যে এটি সবচেয়ে ছোট। এগুলিকে 'ব্লাউজ পলি' বলেন তাঁরা। এখন প্রশ্ন, সবংয়ের এই দোকানের পলিথিন বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে গেল কী করে? তবে কি সবংয়ের সঙ্গে যোগ রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির? সিপিএম ও বিজেপির অভিযোগ এমনটাই। তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।