আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী: চিংড়িঘাটায় (Chingrighata) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে (Accident) গেল মার্বেল বোঝাই ম্যাটাডোর। গুরুতর আহত ৪ জন। তাঁদের এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ৮টা নাগাদ চিংড়িঘাটায় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ম্যাটাডোরে ৭ জন ছিলেন। ম্যাটাডোর উল্টে ২ জন মার্বেলের তলায় চাপা পড়ে যান। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। ঘটনাস্থলে বেলেঘাটা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানার পুলিশ।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই পিকআপ ভ্যান। রাস্তায় ছড়িয়ে পড়ে ভাঙা মার্বেলের টুকরো! মার্বেলের টুকরো স্তূপে চাপা পড়ে গুরুতর জখম হলেন ২ জন। মঙ্গলবার সকালে বেপরোয়া গতির জেরে এভাবেই ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ ৭জনকে নিয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল মার্বেল বোঝাই পিক আপ ভ্যান। চিংড়িঘাটায় সামনের চাকার অ্যাক্সেল ভেঙে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। মার্বেলের স্তূপে চাপা পড়ে যান ২ জন। গুরুতর আহত হন আরও ২ জন।
স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে যায় বেলেঘাটা ট্রাফিক গার্ড ও প্রগতি ময়দান থানার পুলিশ। বেপরোয়া গতিতে লাগাম টানতে কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে পুলিশ।কিন্তু, গাড়ি চালকরা সচেতন না হলে কি শুধু নজরদারিতে কাজ হবে? ফের সেই প্রশ্নই উঠছে।
সাতসকালে বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু ঘিরে রণক্ষেত্র উলুবেড়িয়ার জগৎপুর। মৃতদেহ আটকে রেখে, টায়ার জ্বালিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জ্বালিয়ে দেওয়া হয় অ্যাম্বুল্যান্স। জাতীয় সড়কে অবরোধের জেরে ৩ কিলোমিটার ছাড়িয়ে যায় গাড়ির লাইন। ভোগান্তি চরমে ওঠে যাত্রীদের। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবরোধ চলার পর, লাঠি উঁচিয়ে অবরোধকারীদের হঠায় পুলিশ।
হাওড়ায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনা: স্থানীয় সূত্রে খবর, আজ সকাল পৌনে ৭টা নাগাদ মায়ের হাত ধরে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছিল চতুর্থ শ্রেণির পড়ুয়া টুসু পাড়াল। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মা-মেয়ের। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত্ সরকার ও উলুবেড়িয়ার এসডিপিও। অ্যাম্বুল্যান্স চালক পলাতক। দুর্ঘটনাপ্রবণ এলাকায় আন্ডারপাসের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: Birbhum News: বাজি তৈরির বৈধ কাগজ নেই, দীপাবলির আগে প্রচুর শব্দ বাজির মশলা উদ্ধার পুলিশের