ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College and hospital) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম ঘোষণা হল। স্বাস্থ্য দফতর (Department Of health) থেকে প্রকাশ করা হয়েছে তার তালিকা।
কলকাতা (Kolkata) থেকে জেলা (District)। রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College and Hospital) বণ্টন করা হল রোগী কল্যাণ সমিতির দায়িত্ব। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে চেয়ারম্যানের নামের তালিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Department Of healh)। কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College and Hospital) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে ফের নিয়োগ করা হল উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজিকে (Nirmal Maji)। বিধানসভা ভোটপর্বে তিনি পদত্যাগ করায় এতদিন চেয়ারম্যানের পদটি খালি ছিল।
এ ছাড়া এসএসকেএম হাসপাতালে (SSKM) বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chnadrima Bhattyachaya) হলেন বিসি রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ।
বিসি রায় ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক পোস্ট গ্রাজুয়েট সায়েন্সের দায়িত্বে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন।
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Calcutta Medical College Hospital) দায়িত্বে রয়েছেন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা (Swarnakamal Saha)। সুব্রত বক্সী হয়েছেন চিত্তরঞ্জন সেবা সদনের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সাগর দত্ত মেডিক্যালের (Sagar Dutta Medical College) দায়িত্বে রয়েছেন বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)।
জেলার বেশ কিছু মেডিক্যাল কলেজে মন্ত্রী, বিধায়ক বা বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলেও, বাঁকুড়া (Bankura), মালদা (Malda), মেদিনীপুর (Midnapur) ও মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে সেইসব জেলার জেলাশাসককে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নতুন করে দায়িত্ব বণ্টনের পাশাপাশি হাসপাতালে রোগী পরিষেবার মান আরও উন্নত করার দিকেও নজর দেওয়া হচ্ছে।