কমলকৃষ্ণ দে, বর্ধমান: প্রসবের সময়ে বেড থেকে নিচে পড়ে যায় সদ্যজাত। এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আইসিইউতে (ICU) শিশুকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানে (Burdwan)। বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) প্রসূতি বিভাগের চিকিৎসক নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বর্ধমান থানায় (Burdwan Police Station) অভিযোগ দায়ের করেছে প্রসূতি ও তাঁর পরিবার।
প্রসূতি ও তার পরিবারের অভিযোগ, গত ৬ নভেম্বর সকাল ৫.২৫ মিনিট নাগাদ নাদনঘাট থানার অর্জুন পুকুরের বাসিন্দা আমিনা শেখ প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালের ভর্তি হন। অভিযোগ, প্রসব বেদনা বাড়ায় তিনি চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের একাধিক বার ডাকাডাকি করা হয়। অভিযোগ ডাকলেও তাঁদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এমনকি চিকিৎসক, নার্সরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
এর পরেই কেউ না থাকায় প্রসব হয়ে বেড থেকে সদ্যোজাত মেঝেতে পরে যায় বলে অভিযোগ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখন সদ্যজাত আইসিইউ তে ভর্তি। অভিযোগ, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রসূতি। যদিও এমন কোনও অভিযোগ মেলেনি বলে দাবি হাসপাতালে কর্তৃপক্ষের। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার তাপস ঘোষের।
সম্প্রতি পুরুলিয়ায় শিশু চিকিৎসায় গাফিলতি, পরিকাঠামোর অভাব-সহ একগুচ্ছ অভিযোগ ওঠে। পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শিশুর পরিবারের বিক্ষোভ চলে। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে বেড ১১৬ টি। অথচ শিশু ভর্তি রয়েছে ২১৪ জন। অনেক ক্ষেত্রে একটা বেডেই পাশাপাশি রাখা হচ্ছিল একাধিক শিশুকে। এ ছবি পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। সেই সময়ে কয়েকদিন ধরেই এই হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছিল।
কেউ নিউমোনিয়া, কেউ ইনফ্লুয়েঞ্জা, কেউ আবার RS ভাইরাসে আক্রান্ত। এরইমধ্যে, হাসপাতালের পরিষেবা নিয়ে অসন্তুষ্ট শিশুর অভিভাবকরা। চিকিৎসায় গাফিলতি, বেডের অভাব-সহ একগুচ্ছ অভিযোগে রবিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। সমস্যার কথা খানিকটা স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর এনিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। শাসকদলকে নিশানা করে বিজেপি।
আরও পড়ুন; Malda Murder Case Update: পণে মোটরবাইক চেয়েও মেলেনি, গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে