নয়াদিল্লি : দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল মৃত্যুর সংখ্যা।  তবে দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩২ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১২৬। যা গত ৯ মাসে সর্বনিম্ন। সোমবার দেশে করোনায় শেষ ২৪ ঘণ্টায় ফের সংক্রমণ বেড়েছিল। গতকাল কেরলেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশের বেশি ছিল। ন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২৬৬ জনের। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, তা বেড়ে ৩৩২। সোমবারের হিসেবে, শেষ ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৪৫১। মঙ্গলবারের হিসেবে তা ১০ হাজার ১২৬। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৩৮৯ জনের।  আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭৭ হাজার ১১৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৬৩৮।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৮৬ জন। একদিনে ১১ হাজার ৯৮২ জন সুস্থ হয়েছেন।  

আরও পড়ুন: 




Zydus Cadila's Vaccine: ১২ বছরেই নিডল-ফ্রি ডোজ, জাইডাস ক্যাডিলাকে এক কোটি ভ্যাকসিনের বরাত কেন্দ্রের




রাজ্যে করোনা পরিস্থিতি : 


 কিছুটা স্বস্তি রাজ্যের করোনাচিত্রে। সোমবারের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবারের (৮ নভেম্বর) বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬০৩ জন। এই সময়পর্বে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে করোনার পজিটিভিটি রেট এই মুহূর্তে ২.৫১ শতাংশ। প্রসঙ্গত, রবিবারের বুলেটিন অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৭২৩ জন। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৬৭০ জন। 


পাশাপাশি এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে রাজ্যের মধ্যে দুই জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা চিত্র চিন্তা বাড়াচ্ছে। রবিবার ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। আর উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ১৩৮ জন, মৃত্যু ৪ জনের। তবে অস্বস্তির মধ্যেও স্বস্তি বলতে গত ২৪ ঘণ্টায় কলকাতায় যতজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, তার থেকে ৩২ জন বেশি করোনাজয় করেছেন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে উঠেছেন ১৭৮ জন। গোটা রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৬৫৭ জন।