কলকাতা: ফের দাম বাড়ল, রান্নার গ্যাসের। ফের বিপাকে সাধারণ মানুষ। ৩ টাকা বেড়ে ঘরোয়া সিলিন্ডারের () দাম ১ হাজার ২৯ টাকা! আর সাড়ে ৮ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডার প্রায় আড়াই হাজার টাকা ছুঁইছুইঁ! 


আর কত মহার্ঘ হবে নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস! দামের জ্বালায় শেষ পর্যন্ত কি গ্যাসে রান্না করাই ছেড়ে দিতে হবে? ফের রান্নার গ্যাসের দাম বাড়ার পর এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বেলাগাম দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে এমনিতেই মাথায় হাত সাধারণ মানুষের। তার মধ্যেই আরও একবার বাড়ল রান্নার গ্যাসের দাম! 


গৃহস্থের হেঁশেলে ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডার ৩ টাকা বেড়ে কলকাতার দাম দাঁড়াল ১ হাজার ২৯ টাকা। চলতি মাসে এই নিয়ে দু’বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ৭ মে, এক লাফে ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার এলপিজি-র দাম হাজারের গণ্ডি পার করেছিল। ১২ দিনের মাথায় তা আরও ঊর্ধ্বমুখী। এই নিয়ে গত ২ মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি!
৮ বছরে ৬০০ টাকার বেশি বেড়েছে রান্নার গ্যাসের দাম।


যার জেরে চরম সমস্যায় পড়েছে স্বল্প আয়ের পরিবারগুলি। গড়িয়ার বাসিন্দা পুতুল সরকার। কাজ করেন বেসরকারি সংস্থায়। তাঁর কথায়, সংসার চালাতে এখন হিমসিম খাওয়ার দশা। 


গড়িয়ার বাসিন্দা পুতুল সরকারের, নিত্যদিন জিনিসের দাম বাড়ছে। এই তো কদিন আগে বাড়ল। আবার বাড়ানো হল। ভর্তুকি তো প্রায় পাওয়াই যা না। আগে সংসার চালাতে ৩০ হাজার টাকা খরচ হলে এখন বাড়তে বাড়তে ৪০ হাজার টাকা লাগছে।


হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও সাড়ে ৮ টাকা বেড়ে কলকাতায় হয়েছে ২ হাজার ৪৫৪ টাকা।  অজয়নগরের বাসিন্দা এই মহিলা কয়েকটি বাড়িতে খাবার সরবরাহ করেন। কিন্তু রান্নার গ্যাসের দাম যেখানে গিয়ে ঠেকেছে, তাতে হোম ডেলিভারি কতদিন চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে সংশয় দানা বেঁধেছে তাঁর মনে। 



আরেকজন বলছেন, 'আমার দীর্ঘদিনের কাস্টমার। রোজ তো দাম বাড়াতে পারি না। তাহলে খদ্দের থাকবে না। এদিকে একটা গ্যাস ভরতে গেলে আড়াই হাজার টাকা গুনতে হচ্ছে'। সব মিলিয়ে রান্নার গ্যাস কিনতে গিয়ে কালঘাম ছোটার দশা! সবার একটাই প্রশ্ন, দাম কমবে কবে?