সৌভিক মজুমদার, কলকাতা: ডিএ (DA) নিয়ে হাইকোর্টে করা অবমাননা মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএ না দেওয়ায় মুখ্যসচিবের বিরুদ্ধে কর্মচারী সংগঠনের করা মামলার শুনানি আপাতত হাইকোর্টে হবে না বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে রাজ্যের দায়ের করা ডিএ মামলা নিয়ে পরবর্তী শুনানি হবে ১৪ ডিসেম্বর।
কলকাতা হাইকোর্টের বকেয়া ডিএ মেটানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। অন্যদিকে, বকেয়া DA নিয়ে রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি, এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের ৩টি সংগঠন। সোমবার সেই মামলায়, সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, আপাতত আদালত অবমাননার মামলার শুনানি হবে না হাইকোর্টে।
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ ডিএ-র ফারাক ছিল, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়, গত ২০মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও ২২ সেপ্টেম্বর তা খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৪ নভেম্বর, সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। এদিন, সেই মামলার শুনানিতে হাইকোর্টে চলা অবমাননা মামলায় স্থগিতাদেশ দিয়ে সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে রাজ্যের দায়ের করা ডিএ মামলা নিয়ে পরবর্তী শুনানি হবে ১৪ ডিসেম্বর।
দীর্ঘদিনের আইনি লড়াই:
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আইনি লড়াই। স্যাট, হাইকোর্ট পেরিয়ে সেই মামলায় এখন সুপ্রিম কোর্টে। সম্প্রতি ডিএ-এর দাবিতে আন্দোলনে নেমেছিলেন সরকারি কর্মীরা এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। কলকাতার রাস্তায় সেই মিছিল ঘিরে ধুন্ধুমার হয়েছিল রাজপথে। ডিএ (DA) আন্দোলনে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠনের বিধানসভা অভিযান হয়েছিল। ওই ঘটনায় কার্যত ধুন্ধুমার বেঁধেছিল। ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে সকলেই জামিন পেয়ে যান। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা - কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা, ৩২৩ ধারা - পুলিশকর্মীকে মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা - হিংসা ছড়ানো, ৫০৯ ধারা - মহিলা পুলিশকর্মীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি এবং ৫০৬ ধারা - হুমকি, এই সমস্ত জামিন অযোগ্য ধারায় DA আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ।
কী বলেছিলেন মন্ত্রী?
ডিএ নিয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, 'ডিএ নিয়ে অবহেলা করা হচ্ছে এমন নয়। একটা গেল গেল রব তৈরি করা হচ্ছে। ডিএ দেওয়ার বিষয়ে আমরা সংবেদনশীল।' ডিএ নিয়ে বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, 'কিন্তু কেউ বলছেন না, কেন্দ্র অর্থনৈতিক অবরোধ করছে। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের হক আছে। কিন্তু একটু তো কনসিডার করুন।'