কলকাতা: আজ, ১৯ মে, প্রকাশ করা হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2023)। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠকের (Press Conference) মাধ্যমে প্রকাশ করেন এবারের মেধাতালিকা (Merit List)। একইসঙ্গে ঘোষণা করেন আগামী বছরের পরীক্ষা শুরুর তারিখও। পরের বছরের মাধ্যমিক শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। 


কবে শুরু ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা?


২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে। পরীক্ষা চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবারে শেষ হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। 





 



প্রসঙ্গত, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল আজ। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১ জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। এবার ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। চলতি বছর থেকে প্রতিটি মার্কশিটে কিউআর কোড (QR Code) দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে এই বছর। 


চলতি বছরে পাসের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পাসের হার এই বছর ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন পরীক্ষার্থী। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। 


আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো


এবার মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। সে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর, ৬৯৭ , যা ৯৯.৫৭ শতাংশ! অতএব বোঝাই যাচ্ছে, প্রায় প্রতিটি বিষয়েই তার প্রাপ্ত নম্বর ১০০ য় ১০০ বা ৯৯। সারাদিন পড়াশোনার মধ্যেই কাটায় দেবদত্তা। তাই ভাল ফলাফল হবে আত্মবিশ্বাসী ছিল সে। আনন্দ চোখে মুখে প্রকাশিত হলেও, সাফল্যের মুখেও শান্ত সে। মা, শিক্ষক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ব্যক্তিগত শিক্ষক-শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আপ্লুত প্রথম স্থানাধিকারী। এবিপি আনন্দে দেবদত্তা জানায়, প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে পড়াশোনা করত সে। প্রতিটি বিষয়েরই গৃহশিক্ষিক ছিলেন। তবে ভৌতবিজ্ঞান পড়াতেন মা। অঙ্ক ও ভৌতবিজ্ঞান প্রিয় বিষয়। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় দেবদত্তা । চায় আইআইটি-তে লেখাপড়া করতে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI