পচেফস্ট্রুম: ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ডর অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। জবাবে ব্য়াট করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শেফালি ব্রিগেড। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শেফালি ভার্মা। নিজের জন্মদিনের গিফট হিসেবে বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। সেই স্বপ্নপূরণ করলেন তিনি। এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হয় ইংরেজ ব্য়াটারদের। তিতাস সাধু সবচেয়ে সফল বোলার ভারতের। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নেন। অর্চনা দেবী ও পার্শ্বভী চোপড়াও ২টো করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালি ভার্মা ও সোনম যাদব। ১৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 


এরপর ব্যাট করতে নেমে যদিও ২ ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেফালি ভাল শুরু করলেও ১৫ রান করে ফিরে যান। ৫ রান করে স্বেতা শেহরাওয়াত। তবে সৌম্যা তিওয়ারি ও গঙ্গাদি তৃষা ২ জনেই ব্যক্তিগত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করে দেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিতাস সাধু।


এবারই প্রথমবার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথমবারেই বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সেটিও দক্ষিণ আফ্রিকার মাটিতেই আয়োজিত হয়েছিল।


মেন্টর মিতালি


মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর। মহিলাদের ক্রিকেটে ব্যাটারদের একাধিক রেকর্ড ঝুলিতে পুরেছেন। তবে এবার ফের মাঠে নামতে চলেছেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন এবার মহিলাদের আইপিএলে মাঠে নামতে চলেছেন। গুজরাত টাইটান্সের মহিলা আইপিএল দলের জার্সি গায়ে দেখা যাবে মিতালিকে। তবে ক্রিকেটার হিসেবে নয়। দলের মেন্টর হিসেবে দেখা যাবে মিতালিকে। উল্লেখ্য়, আগামী মার্চে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএলের প্রথম মরসুম।


নিজেদের প্রথম বছরেই পুরুষদের আইপিএলে খেতাব জিতে নিয়েছে গুজরাত টাইটান্স। এবার মহিলাদের আইপিএলও দল কিনেছে এই ফ্র্যাঞ্চাইজি। গুজরাত ফ্র্যাঞ্চাইজির মালিক আদানি এন্টারপ্রাইসের ডিরেক্টর প্রণব আদানি মিতালির যোগ দেওয়ার কথা নিশ্চিত করে জানান, ''নতুন প্রজন্মের কাছে মিতালি রাজ রোল মডেল। আর আমাদের দলে এমন একজন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, মিতালির মতো কিংবদন্তিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত হলে, উঠতি খেলোয়াড়রা আরও বেশি করে উৎসাহ পাবেন।''