মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ফের বন্ধ ঘর পেয়ে চুরি (theft) অন্ডালের মুকুন্দপুর (Mukubdapur) গ্রামে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।


ঘর বন্ধ পেয়ে চুরি


অন্ডালের  মুকুন্দপুর গ্রামের বাসিন্দা মোহন পাল। তিনি ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী (Retired ECL Officer)। চলতি মাসের ১৭ তারিখ বাড়ি তালা দিয়ে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন বৈষ্ণোদেবী। শুক্রবার সকাল সাতটা নাগাদ তাঁরা বাড়ি ফেরেন। 


অভিযোগকারী মোহন বাবু বলছেন, 'বাড়ি ফিরেই দেখি বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত পড়ে রয়েছে। বাড়ির জানালা ভেঙে চোরেরা ভিতরে ঢুকে চুরি করেছে। নিয়ে গেছে নগদ টাকা সমেত সোনাদানা সর্বস্ব। মোহন বাবুর স্ত্রী সন্ধ্যা পাল ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন একটা কাজের জন্য বাড়িতে নগদ ১০ হাজার টাকা রেখে গেছিলেন। আজ শুক্রবার বাড়ি ফিরে দেখেন সবকিছু, প্রায় কয়েক ভরি সোনাদানা সমেত নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। বাড়ির লোকেদের থেকে সমস্ত তথ্য নিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।


একই দিনে পর পর ছয় বাড়িতে চুরি


দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) অশোকনগরের কল্যাণগড় পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার ঘটনা। সেখানে পর পর ছ’টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ছ’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, তাদের বাসিন্দারা হয় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন, নয়তো বা কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই শঠিবাড়ি থেকে চুরি গিয়েছে মূল্যবান সম্বল।


আরও পড়ুন: Anubrata Mondal: 'অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি', হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপি নেতার


চুরি যাওয়া জিনিসপত্রের তালিকায় রয়েছে সোনাদানা, নগদ টাকা। জানলার গ্রিল ভেঙে বেশ কয়েকটি বাড়িতে ঢুকেছিল চোরের দল। ঘরে ঢুকে শুধু সোমনাদানা বা টাকাকড়িই ঝেড়েবেছে নিয়ে গিয়েছে চোরের দল। দামি টেলিভিশন সেট, রেফ্রিজারেটর, কাঁসা এবং পিতলের বাসনপত্র চোখের সামনে পড়ে থাকলেও, তাতে হাত ছোঁয়ায়নি তারা।