কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট (West Bengal Budget 2024) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তা শেষ হতেই বাজেটের তীব্র সমালোচনায় মুখর হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader Suvendu Adhikari)। তাঁর কথায়, 'রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা এই বাজেট দেখাতে পারেনি'। 


বাজেটের তীব্র সমালোচনায় শুভেন্দু অধিকারী


সিভিক ভলান্টিয়াররা যেহেতু পুলিশের সমান কাজ করে, ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করে, তাই বিজেপি মনে করে সমকাজে সম বেতন হওয়া উচিত। তাঁদের ২০ হাজার টাকা বেতন দেওয়া উচিত বলে মনে করে বিজেপি, দাবি বিরোধী দলনেতার। আমরা মনে করি মাত্র হাজার টাকা বৃদ্ধি করে, ভোটের সময় তাদের অপব্যবহার করার জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছেন এই ভোটমুখী বাজেটে। এই বাজেটে 'নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই' বলে দাবি শুভেন্দুর। 


শুভেন্দু অধিকারীর কথায়, 'উনি চা বাগান নিয়ে যা বলেছেন আমরা সেই বার্তা সমর্থন করি না। আমরা চা বাগানের অব্যবহৃত, উদ্বৃত্ত ও চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা বাগানের শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি।' 


'এই বাজেটে দার্জিলিঙের পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো পিএম কিষাণ সম্মান নিধি আরও ছ হাজার রাজ্য দিয়ে ১২ হাজার করবে রাজ্য। তাই কৃষকদের জন্য এই সরকার এই বাজেটে কিছু রাখেনি।' কটাক্ষ বিরোধী দলনেতার। তাঁর দাবি, 'সবশেষে আবার ডিএ নামক বস্তুটিতে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে পাঁচ লক্ষ চাকরি কোন কোন দফতরে কবে কবে হবে? শিল্পের কোনও দিশা নেই এই বাজেটে।' তাঁর আরও অভিযোগ, 'ওবিসিদের জন্য, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, যাঁরা আপারক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত তাঁদের জন্য বরাদ্দ কোনও ঘোষণা নেই। গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের জন্য, বা কুড়মি সম্প্রদায়ের জন্য কোনও প্রতিশ্রুতি নেই।' 


আরও পড়ুন: West Bengal Budget: ‘গঙ্গাসাগর সেতু’, ‘শিল্পসেতু’, বিমানবন্দর পর্যন্ত নয়া উড়ালপুল, বাজেটে পথশ্রী-৩


উল্লেখযোগ্য, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যপূরণে দক্ষিণ ২৪ পরগনার মুড়িগঙ্গা নদীর উপর LOT ৮ এবং সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি ৩.১ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ হবে। সেতুটির নাম হবে ‘গঙ্গাসাগর সেতু’।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।