কলকাতা: ফের নোট বাতিল! বিজ্ঞপ্তি দিয়ে পয়লা অক্টোবর থেকে ২ হাজার নোট বাতিলের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কগুলিকেও আর ২ হাজারের নোট না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২ হাজারের নোট মিলবে না এটিএমেও। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদলে নেওয়া যাবে ২ হাজার টাকার নোট। 


এ প্রসঙ্গে মোদি সরকারকেই দুষলেন তিনি। কুণাল ঘোষ বলেন, 'এটা কার্যত নোটবন্দিতেই দাঁড়াল। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অপরিণামদর্শী এবং অদূরদর্শীতার প্রকাশ। মানুষকে নিয়ে বারবার এই ছেলেখেলা কীভাবে হতে পারে? এর আগে ডিমনিটাইজেশনের সময় বলা হয়েছিল এর মাধ্যমে দুটি  কাজ করা হবে। এক কালো টাকা উদ্ধার হবে। দুই, জঙ্গিসংগঠনগুলির ফান্ডিং বন্ধ হবে। কিন্তু এর দুটোর কোনটাই হয়নি। দেশের মধ্যে এবং সীমান্তের বাইরে চলছে এই কাজ। মাঝখানে হয়রানি হয়েছে সাধারণ মানুষের। কার কেউ কেউ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গেল। কাদের সমর্থনে পালাল অনেকেই জানেন। বৈধ ২ হাজার থাকলে কী ক্ষতি ছিল? সাধারণ মানুষকে ফের লাইনে দাঁড় করানো, আতঙ্ক তৈরি করা, এসব করার অর্থ কি?' 


চালু করেও এবার বাতিলের পথে ২ হাজার টাকার নোট। কিন্তু বর্তমানে যাঁদের কাছে এই ২ হাজার টাকার নোট রয়েছে, তাঁরা কী করবেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, ২৩ মে থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে ২ হাজার টাকার নোট জমা দেওয়া যাবে। যে কোনও ব্যাঙ্ক থেকে সর্বাধিক ২০ হাজার টাকার ২ হাজারের নোট অর্থাৎ সর্বাধিক ১০টি নোট বদলে অন্য টাকার নোট পাওয়া যাবে। কিন্তু কেউ নিজের অ্যাকাউন্টে যতখুশি ২ হাজার টাকার নোট জমা দিতে পারবেন। 


আরও পড়ুন, ফের নোট বাতিল, এবার অচল দু'হাজারের নোট! কতটা প্রভাব পড়বে বাজারে?


প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর, হঠাৎ পুরনো ৫০০-র নোট ও ১ হাজার টাকার নোট বাতিল করে মোদি সরকার। তারপর নোটবন্দি নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। RBI-এর দাবি, সেই পরিস্থিতিতে দেশীয় বাজারে নোটের যোগান সামাল দেওয়ার জন্যই ২০১৬ সালের নভেম্বরে বাজারে ২ হাজার টাকার নোট এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে যত পরিমাণ ২ হাজার টাকার নোট রয়েছে, তার ৮৯ শতাংশ নোটই ২০১৭-র মার্চের আগে ছাপা হয়।


নোটবন্দি করে আদৌ কি কোনও লাভ হয়েছে? কালো টাকার খেলা বন্ধ হয়েছে? নোটবন্দি করে কি কত কালো টাকা সরকারের ঘরে ফিরে এসেছে? গত প্রায় ৭ বছর ধরে এই সব প্রশ্ন ঘিরে বিস্তর আলোচনা-বিতর্ক হয়েছে। এমনকি ২ হাজার টাকার নোট চালু ঘিরেও প্রশ্ন উঠেছে নানা মহলে। ২ হাজার টাকার নোট থাকলে, কালো টাকা জমাতে সুবিধা হবে, এমনটাও মনে করেছেন অনেকে।