কলকাতা: কানের ফিল্ম ফেস্টিভ্যালে যখন ভারতীয় সৌন্দর্য্যে মুগ্ধ হচ্ছিলেন সবাই, তখন অনুরাগীদের চোখ খুঁজেছে তাঁকে। প্রত্যেকবার কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival)-এ তিনি দ্যুতি ছড়িয়েছেন এর আগে। তবে এই বছর কোথায় ঐশ্বর্য্য ম্যাজিক? তাঁর ঝলক মিলল অনেকটা দেরিতেই। তিনি এলেন এবং সবার মন জয় করলেন। কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর রেড কার্পেটে ঝলমল করে উঠলেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bacchan)। 


তিনি কানের রেড কার্পেটে আসেন কালো গাউনে। সেই গাউনে রয়েছে রুপোলি কাজ। আর সেই গাউনের অংশ হিসেবেই নায়িকার মাথার কিছুটা অংশ ঢেকে রয়েছে রুপোলি হুডি। স্টাইল স্টেটমেন্টে তিনি সবসময়েই সবার থেকে আলাদা। আর এই বছরেও কানের মঞ্চে প্রশংসিত হল ঐশ্বর্য্যের সাজ। চুল খোলা রেখেছিলেন রাইসুন্দরী। হাতে ও গলায় কোনও ভারি গয়না পরেননি তিনি। রেড কার্পেটে নজর কেড়েছে তাঁর হিরের আংটি। লালচে লিপস্টিক ও উইঙ্কড আই লাইনারে সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। 


সোশ্যাল মিডিয়ায় নিজেই সাজের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে এর আগেও একটি সবুজ গ্লিটার গাউন পরা ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বর্য্য। এবার রেড কার্পেটে পা রেখেছেন সারা আলি খান (Sara Ali Khan), উর্বশী রাউতেলা (Urvashi Rautela) ও মানুসী চিল্লার (Manushi Chillar), এশা গুপ্তা (Esha Gupta)-রা। প্রত্যেকেই নজর কেড়েছেন নিজস্ব সাজে।


নিজের সেরা সাজটা বোধহয় কানের দ্বিতীয় দিনের জন্যই তুলে রেখেছিলেন মানুসী চিল্লার। প্যাস্টেল নীল ও সাদার মিশেলে একটি অফ শোলডার গাউন পরেছিলেন তিনি। তাঁর গাউনে ছিল ফুলের ছোঁয়া। নিজের এই সাজ নিয়ে মানুসী বলেছেন, 'আমি পোশাকের মধ্যে দিয়ে আমার নারীত্বকে উদযাপন করতে ভালবাসি। আমি এমন এক পোশাক পরতে চেয়েছিলাম যেটা আমার অন্তরের আনন্দ, উচ্ছ্বাস, ঝলমলানিকে তুলে ধরবে। এই পোশাক তাইই করেছে। বলা বাহুল্য, রাজকুমারীর মতো দেখাচ্ছিল প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে।


অন্যদিকে, কানের প্রথম দিনে নজর কেড়েছিল তাঁর সরীসৃপ আকারের নেকলেস। আর কানের দ্বিতীয় দিনের জন্য উর্বশী রাউতেলা বেছে নিলেন কমলা হল্টারনেক গাউন। তাঁর গাউনে ছিল বিভিন্ন রঙের বিটসের কাজ। নেটের অনেক লেয়ারের দুর্দান্ত দেখিয়েছিল তাঁকে। মাঝখানে সিঁথি করে বান বেঁধেছিলেন তিনি।


আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস


 


আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো