কলকাতা: পুজো উদ্বোধন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নিশানায় এবার অমিত শাহ। নাম না করে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে বললেন, 'যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য়কে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁদেরই পুজো উদ্বোধন করতে আসতে হচ্ছে'। তৃণমূলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এ নিয়ে পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।


অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা: মহালয়ার দিন দলের মুখপত্রের শারদ সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করে অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । অমিত শাহ (Amit Shah) থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda), বাংলায় দুর্গাপুজো না হওয়ার অভিযোগ করেছেন। 


আগামী ১৬ই অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন। এই পুজোর সঙ্গে যুক্ত বিজেপি নেতা সজল ঘোষ। এই পুজোর উদ্বোধন করতেই আসছেন অমিত শাহ। দুর্গাপুজোয় অংশ নিতে, রাজ্যে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির জে পি নাড্ডারও। আর এ নিয়েই বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।                                        


'বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য়ের জয়': এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'যারা এক সময়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য়কে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না (Durga Puja 2023)। তাঁরাই আজ বাংলায় দুর্গাপুজোর উদ্বোধন করতে আসছেন। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য়ের জয়'।                 


এ দিন কেন্দ্রের বিজেপি সরকারের পতন 'অবশ্যম্ভাবী' বলে ভবিষ্যদ্বাণীও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জাগো বাংলার উৎসব সংখ্যায় অভিষেক বন্দ্য়োপাধ্যায় প্রশ্ন তুললেন, বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতারা কেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন না? পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।                                                                                   


আরও পড়ুন: Mahalaya 2023: তর্পণেও রাজনীতি! নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় দিলীপ-লকেটরা, গঙ্গায় নামল শাসক-শিবিরও