অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ১২৮৭২ টিটলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেসে (Titlagarh Howrah Express) মোবাইল চার্জার (Mobile Charger) তীব্র শব্দে ফেটে গিয়ে D7 কামরাতে আগুন লেগে যায়। ঝাড়গ্রাম (Jhargram) ছেড়ে খড়গপুর (Kharagpur) যাওয়ার সময় বাঁশতলা স্টেশনের ঘটনা। ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে যাত্রীরা।


মোবাইল চার্জার বিপত্তি: ট্রেন চলতে চলতে হঠাৎ বিকট শব্দ। কিছু বোঝে ওঠার আগেই আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। মোবাইল চার্জার ফেটে গিয়েই বিপত্তি। ঘটনা ১২৮৭২ টিটলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেসে। এদিন ঝড়গ্রাম ছেড়ে খড়গপুরের দিকে এগোচ্ছিল ট্রেন। বাঁশতলা স্টেশনে কাছে আওয়াজে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে দেখা যায় আগুন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। থমকে যায় ট্রেনের চাকা। ছুটে আসেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দা থেকে যাত্রীরা। 


দিনকয়েক আগে দার্জিলিং (Darjeeling) পাহাড়ের কার্শিয়ং-এ গথেলস সাইডিং-এ ( Goethals Siding ) টয় ট্রেন লাইনচ্যুত (Toy Train derailed) হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। একটি ডিজেল ইঞ্জিন একটি স্টিম ইঞ্জিনকে (Steam Engine) টেনে নিয়ে ওয়ার্কশপে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। গত কয়েকদিনে বারবার বৃষ্টি হয়েছে পাহাড়ে। টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ বৃষ্টি কি না দেখা হচ্ছে। সেই সঙ্গে যান্ত্রিক ত্রুটি কি না , তাও খতিয়ে দেখা হচ্ছে। 


কীভাবে দুর্ঘটনা ?


জানা যাচ্ছে, দার্জিলিং স্টেশন (Darjeeling Railway Station) থেকে তিঙ্গারিয়া রেলওয়ে ওয়ার্কশপে (Railway Workshop) যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। টয় ট্রেনের স্টিম ইঞ্জিনটি কার্শিয়ংয়ের গথেলস সাইডিংয়ে ১১০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ে। একটি ডিজেল ইঞ্জিন একটি স্টিম ইঞ্জিনকে টেনে নিয়ে যাচ্ছিল ওয়ার্কশপের দিকে। তখনই দুর্ঘটনা ঘটে। সকাল ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। 


ব্যাহত পরিষেবা, জাতীয় সড়কে যানজট


টয় ট্রেন চলাচলের জন্য পাহাড়ে যেহেতু একটিই রাস্তা। তাই টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে ব্যাহত হয় স্বাভাবিক টয় ট্রেন চলাচল পরিষেবা। পাশাপাশি জাতীয় সড়কের মাঝে এই দুর্ঘটনার জেরে প্রভাব পড়ে যান চলাচলেও। যেহেতু ১১০ নম্বর জাতীয় সড়কের মাঝে দুর্ঘটনাটি ঘটে, তাই সেখানে তৈরি হয় প্রবল যানজট। যে যাত্রীরা ট্রেন ধরবেন বলে বেরিয়েছিলেন, তাঁদেরও পড়তে হয় ঝক্কির মাঝে। যে সময়টা রাস্তায় ট্রেন সরানোর কাজ হচ্ছিল, তখন জাতীয় সড়কের একদিক বন্ধ করে কাজ চলায় তৈরি হয় লম্বা গাড়ির লাইন। 


আরও পড়ুন: Ganga Aarti: পঞ্চপ্রদীপ নিয়ে আরতি, শাঁখে ফুঁ মমতার, বাবুঘাটে সূচনা হল গঙ্গা আরতির