বার্মিংহাম: চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালেও তাঁর ব্যাটিং দৌরাত্ম্য অব্যাহত।


এদিন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল (India Women's Cricket Team)। অধিনায়িকা হরমনপ্রীতের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ব্যাট হাতে শুরুটা দারুণভাবে করেছিলেন ভারতীয় ওপেনাররা। আরও স্পষ্টভাবে বলতে গেলে স্মৃতি মান্ধানা। তাঁর দাপটেই পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে ভারত। নিজের অর্ধশতরানও পূরণ করে ফেলেন স্মৃতি মন্ধনা। ২৩ বলে স্মৃতি নিজের অর্ধশতরান পূরণ করেন। এটি ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে দ্রুততম অর্ধশতরান।


টি-টোয়েন্টিতে রেকর্ড


স্মৃতি নিজেরই রেকর্ড ভাঙলেন। এর আগে ২৪ বলে তাঁর করা অর্ধশতরানই ছিল ভারতীয় মহিলা ক্রিকেটারদের দ্রুততম অর্ধশতরান। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ওপেনার। পাওয়ার প্লের মধ্যেই আটটি বাউন্ডারি মারেন স্মৃতি। তবে ৩২ বলে ৬১ রান করেই থেমে যায় স্মৃতির ইনিংস। আটটি চারের পাশাপাশি তিনটি ছক্কাও হাঁকান তিনি। স্মৃতির পর জেমাইমা রডরিগেজ ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। এই দুই তারকার ব্যাটে ভর করেই পাঁচ উইকেটে ১৬৪ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ডকে ১৬০ রানেই আটকে চার রানে ম্যাচ জিতে নেয় হরমনপ্রীতের দল। এই জয়ের ফলে ভারতীয় ক্রিকেট দলের পদক সুনিশ্চিত হয়ে গেল।


হারানো ফর্মের হদিশ


নিজের ফর্ম নিয়ে বেশ সন্তুষ্ট স্মৃতি নিজেও। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি গত দুই তিন সপ্তাহ ধরে বেশ ভালই ব্যাট করছিলাম। যেমনটা দুই তিন বছর আগে করতাম। ফর্ম ফিরে আমি খুশি। আশা করছি ফাইনালে নিজের এই ব্যাটিং ফর্ম অব্যাহত রাখতে পারব।' তবে ব্যাট হাতে দাপট দেখালেও, রুদ্ধশ্বাস ম্যাচে শেষের দিকে বেশ চাপেই ছিলেন বলে স্বীকার করে নিচ্ছেন স্মৃতি। ভারতের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'আমি আজ শেষের দিকে ভীষণই চাপে ছিলাম। আমাদের অতীতের পারফরম্যান্সগুলির কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা সাম্প্রতিক সময়ে খুব একটা ভাল ফল করিনি। তাই নিজের ফিল্ডিংয়ের বিষয়ে চিন্তা করার থেকে আমি প্রার্থনা করছিলাম যাতে এবার অন্তত আমাদের হারতে না হয়।'


আরও পড়ুন: