ঝিলম করঞ্জাই, কলকাতা : মেট্রো সম্প্রসারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব দাবি করে পড়ল তৃণমূলের ব্যানার-হোর্ডিং। ঋত্বিক ঘটক স্টেশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ তৃণমূলের ব্যানার দেওয়া হয়েছে। 'নিউ গড়িয়া-দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল সূচনার অন্যতম কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই ধন্যবাদ', এমনই উল্লেখ রয়েছে তৃণমূলের ব্যানারে। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সৌজন্যে ব্যানার দেওয়া হয়েছে। মেট্রোপলিটন মোড়ের কাছেও হোর্ডিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সুশান্ত ঘোষ বলেন, "অত্যন্ত পরিষ্কার, এই যে গতকাল প্রধানমন্ত্রী যে মেট্রো রেলের সূচনা করলেন, তার সূচনা হয়েছিল প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ২০০৯-২০১০ সালের অর্থবর্ষে তিনি নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আর একটা নিদর্শন হচ্ছে এই রুট। কারণ, যে কাজটা তিন বছরের মধ্যে হওয়ার কথা ছিল, সেই কাজটা প্রায় ১৬ বছর লাগল অতিক্রম করতে...তাও নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এসে ঘোষণা করলেন। তার প্রতিবাদ জানাতেই হোর্ডিং লাগিয়েছি...যে এটার প্রধান কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়।"
এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা সৌভাগ্যের বিষয় যে, এখনও হাওড়া ব্রিজের উপর পোস্টার পড়েনি যে, এটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন মানুষ শিলান্যাস দেখেছেন, মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। তাঁর দলেরই রেলমন্ত্রী বলেছিলেন যে ভারতীয় রেল এখন আইসিইউতে আছে। আইসিইউ থেকে বের করে আনার চেষ্টা করবেন। এই কথা বলার অপরাধে গভীর রাতেই তাঁর চাকরি চলে গিয়েছিল। মানুষকে এতটা অচেতন, মূর্খ মনে করার কোনও কারণ নেই। এ ধরনের পোস্টার মারা আসলে মানুষকেই অপমান করা। মানুষের রাজনৈতিক বোধ, রাজনৈতিক স্মৃতিশক্তিকে প্রতারিত করা।"
কলকাতায় এসে গতকাল একই দিনে তিন তিনটে সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে না থেকেও, সোশাল মিডিয়া পোস্টে নস্ট্যালজিয়া তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পোস্ট করেন, আজ আমাকে কিছুটা নস্ট্যালজিক হতে দিন। এদিকে মেট্রো রেলের সম্প্রসারণের কৃতিত্ব নিয়ে জোর টানাপোড়েন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, পুজোর ঠিক আগে গতকাল প্রধানমন্ত্রীর হাত ধরে শহর জুড়ে গেছে নতুন ৩ মেট্রো লাইনে। একদিনে মেট্রোয় জুড়ে গেছে ১৪ কিলোমিটার রাস্তা। মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।