বঢোদরা: কিছুদিন আগেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে জাতীয় দলে ফেরার আগে হার্দিক পাণ্ড্যর উচিত রঞ্জিতে খেলতে নামা। সেখানে অনুশীলন সেরে, ম্যাচ প্র্যাকটিস সেরে জাতীয় দলের ফেরার রাস্তা তৈরি করা। কিন্তু সূত্রের খবর যে, আসন্ন রঞ্জি থেকে সরে দাঁড়াচ্ছেন বঢোদরার তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে তিনি। এখন শুধু ব্যাট করেন। বল হাতে আর আগের মতো হার্দিককে দেখতে পাওয়া যায় না। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফি খেলে নিজেকে আরও ধারালো করে তুলুক হার্দিক, তেমনই চেয়েছিলেন সৌরভ। কিন্তু হার্দিক না কি সাদা বলের ফর্ম্যাটে মন দিচ্ছেন। সামনেই দুটো বিশ্বকাপ। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আগামী বছর ৫০ ওভারের ফর্ম্যাটে বিশ্বকাপ রয়েছে। যা পাখির চোখ করেছেন হার্দিক। সম্প্রতি বঢোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে রঞ্জির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে কেদার দেভদরকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাঁর ডেপুটি করা হয়েছে বিষ্ণু সোলাঙ্কিকে। কিন্তু ২০ জনের তালিকায় নাম নেই হার্দিকের। 


ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। চোট-আঘাত বারবার সমস্যায় ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে ঠাঁই হয়নি। তবে আইপিএলে আমদাবাদ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন হার্দিক। কিন্তু জাতীয় দলের রাস্তা অত সহজ হবে না এই তরুণ অলরাউন্ডারের। অন্তত তেমনটাই জানান দিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে অফফর্মের রাহানে-পূজারার জন্য যা বলেছিলেন, এদিন হার্দিকের জন্যও সেই একই কথা। রঞ্জিতে দেখতে চান হার্দিককে বোর্ড সভাপতি। জাতীয় দলে ফেরার আগে বঢোদরার অলরাউন্ডারকে রঞ্জি খেলার পরামর্শ দিলেন সৌরভ।


এক সাক্ষাৎকারে হার্দিকের কামব্যাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেন, "হার্দিক চোট পেয়ে ছিটকে গিয়েছিল। এই সময়ের মধ্যে ও নিজেকে প্রস্তুত করেছে। আমি চাই ও দ্রুত মাঠে ফিরে আসুক, আগের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক। কিন্তু আমি অবশ্যই চাইব যে রঞ্জি ট্রফি দিয়েই তা শুরু হোক।'' সৌরভ আরও বলেন, ''আমি চাই ও বল করুক আগের মতোই। যেভাবে অনেক ওভার করতে পারত আগে। সেভাবেই অনুশীলন করুক। রঞ্জি ম্য়াচেও বল করুক, তাতে ওর শরীর আরও ফিট হবে ক্রমে। এছাড়া আইপিএলে এখন ও আমদাবাদ দলের অধিনায়কও। ফলে সেই প্ল্যাটফর্মেও ওর ফিটনেস পরখ করা হবে।''