কলকাতা: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। শুক্রবার তার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর এরপর থেকেই দিকে দিকে বিক্ষোভ শুরু। মালবাজারে প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ চলল।  ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে উঠল স্লোগান। কোচবিহারেও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ।


পাশাপাশি, উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের। বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। কামারহাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ। কামারহাটি বিধায়ক মদন মিত্রর কাছে অসন্তোষ প্রকাশ তৃণমূলের একাংশের। এছাড়াও, বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ তৃণমূলের একাংশের বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ। পরোক্ষে দল ছাড়ারও হুমকি।


এদিকে, ইংরেজবাজার পুরসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। ‘ইংরেজবাজার পুরসভায় বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট। ৮, ৯, ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের টিকিট, কোনওদিন তৃণমূল করেননি তাঁরা।যে এজেন্সি এখানে সার্ভে করেছে, তারাই এই কাজ করেছে।পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে’,জানালেন ইংরেজবাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। অন্যদিকে, কাঁথি পুরসভার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মৎসমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের একাংশের।


শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, দার্জিলিংয়ের প্রার্থীতালিকা পরে ঘোষিত হবে’। তিনি বলেন, ‘১০৮ পুরসভার প্রার্থীতালিকায় নেই কোনও বিধায়ক। কোনও বিধায়ক লড়বেন না বাকি পুরভোটে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সুযোগ নয়। পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে তাঁকেই সমর্থন করতে হবে। ক্লাসে সবাই ফার্স্টবয় হতে পারে না। প্রার্থীতালিকায় নবীন-প্রবীণ সমন্বয়ে জোর দেওয়া হয়েছে।