সমীরণ পাল, বারাসত: বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ (Barasat BJP Candidate Grievance) অব্যাহত। সোশাল মিডিয়ায় দলীয় নেতা, কর্মীদের একাংশ সরব হওয়ার পর, স্বপন মজুমদারের বিরোধিতা করে পোস্টার দেখা গেল বিজেপির নির্বাচনী কার্যালয় ও জেলা পার্টি অফিসে (Poster In BJP Party Office)। দলীয় প্রার্থীকে নিয়ে অসন্তোষ গোপন করেননি বারাসাতের আগের বারের পরাজিত বিজেপি প্রার্থী। কটাক্ষ করেছে তৃণমূল। 


বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ...
প্রার্থী পদে নাম ঘোষণার পর থেকেই ঘরে-বাইরে চাপের মুখে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। একটি ভাইরাল ভিডিওয়, বিজেপি নেতা শ্যামল দাসকে যেমন বলতে শোনা যায়, 'বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন, উড়িয়ে নিয়ে এসে এই কেন্দ্রে দাঁড় করিয়েছেন স্বপন মজুমদার মহাশয়কে, উনি একজন ড্রাগ মাফিয়া। এরকম এক জন প্রার্থীকে কীভাবে আমরা এঁর হয়ে ভোট প্রচারে যাব।' এর পর তাঁর বিরোধিতা করে পোস্টার পড়ল তাঁর নির্বাচনী কেন্দ্রের দুটি জায়গায়। বুধবার বারাসাতের হরিতলায় বিজেপির জেলা পার্টি অফিসে প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দেখা যায়। টাকি রোডের কাজিপাড়ায় বুধবার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সেই অফিসেও পোস্টার সাঁটা হয়। পোস্টারকাণ্ডের দায় তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন বিজেপি প্রার্থী। স্বপন মজুমদারের অভিযোগ, 'তৃণমূলের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গিয়েছে। তাদের তরফ থেকে এসব নোংরামি করার চেষ্টা চলছে। তাতে কিছু লাভ নেই। বিজেপির সঙ্গে মানুষ রয়েছেন। বারাসাত লোকসভাবাসী বিজেপিকে আনতে চান।' 


অস্বস্তি যেখানে...
তবে বিজেপি প্রার্থীর অস্বস্তি বাড়িয়েছেন বারাসাত লোকসভা ভোটের গতবারের পরাজিত বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ। তাঁর মতে, 'এঁর যে প্রোফাইল আমি দেখলাম, শিক্ষাগত যোগ্যতা, একটা কেস ওঁর সম্বন্ধে রয়েছে, আমি এইরকম একটা লোকের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে তার হয়ে লোকের কাছে ভোটে যদি যাই, ওখানকার লোক তো আমায় জুতো মারবে।' যদিও বিজেপি প্রার্থীর পাল্টা, 'উনি অবসাদে ভুগছিলেন। কাকলিদেবীর কিছু লোক ওঁকে কিছু প্রলোভন দেখিয়ে এটা করিয়েছেন।' অন্য দিকে, নিজের পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ভোটের ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই শুরুর আগেই একের পর এক ধাক্কা সামলাতে হচ্ছে বিজেপি প্রার্থীকে। এর আগে ২০১৭ সালে মাদক আইনে স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা হয়। ট্রেন সফরের সময় তাঁর কাছে মাদক পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে একের পর এক পোস্ট করে বিজেপি প্রার্থীকে নিশানা করে তৃণমূল। তৃণমূলের সুরেই সুর মিলিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন দলের একাংশ। এই প্রেক্ষিতে বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী-ক্ষোভ ভোটের বাক্সে কি কোনও প্রভাব ফেলবে - উত্তর মিলবে ৪ জুন।


আরও পড়ুন:'সবার পাশে থাকব..', আজ ভোট প্রচারে গিয়ে বার্তা BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের