আশাবুল হোসেন, কলকাতা : বুধবার রাজ্যজুড়ে 'খেলা হবে দিবস' পালন করছে তৃণমূল। ১৪ অগাস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।


কী কী কর্মসূচি ঘাসফুল শিবিরের   
তৃণমূলের তরফে এই দিন সভা, মিছিল, কোথাও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ এবং IFA অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় খেলাধুলোর মাধ্যমে আজ খেলা হবে দিবস পালন করা হয়। 


'খেলা হবে' দিবসের শুভেচ্ছা
'খেলা হবে' দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, 'সবাইকে খেলা হবে দিবসের শুভেচ্ছা। গতবারের বেনজির সাফল্যের পর এ বছর যুব সম্প্রদায়ের আরও বেশি অংশগ্রহণ কামনা করি। এই দিনটিতে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যম তুলে ধরুক ৷ যাঁরা উন্নতির সবথেকে বিশ্বস্ত পথপ্রদর্শক ৷ ' খেলা হবে দিবসে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।


 শুভেন্দু অধিকারীর মুখোশ পরে মিছিল
মানিকতলায় খেলা হবে দিবসের মিছিলে শুভেন্দু অধিকারীর মুখোশ পরে, কোমরে দড়ি বেঁধে প্রতীকী মিছিল করেন তৃণমূল সমর্থকরা । 'সারদা-নারদ মামলায় যুক্ত বিজেপি নেতাদের ছাড় দেওয়া হচ্ছে কেন', এই প্রশ্ন তুলে পথে নামে তৃণমূল। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত তৃণমূলের খেলা হবে মিছিলে নেতৃত্ব দেন কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী। নিজেদের দুর্নীতি ঢাকতে নজর ঘোরানোর চেষ্টা, কটাক্ষ করেন বিজেপি নেতা রাহুল সিন্হা।


খেলতে আপত্তি নেই, বললেন সুকান্ত
এই খেলা হবে দিবস নিয়ে তৃণমূলকে চরম কটাক্ষ করেন  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'মন্ত্রী-নেতা চুরির দায়ে, গরু পাচারের দায়ে ধরা পড়ছে, তৃণমূল ব্যাকফুটে আছে। তৃণমূলের তরফে হিংসা আশ্রয়। লড়াই করতে না পেরে, পুলিশকে সামনে রেখে একাজ করছে। খেলতে আপত্তি নেই। ইভেন গ্রাউন্ড করে দিন বিজেপি ভাল খেলে নেবে। '


অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,  'খেলার মাঠ নিজেকেই তৈরি করে নিতে হবে' ।