কলকাতা : শুভেন্দু অধিকারীর BLO-মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে রাজ্যের শাসক দল। তাতে বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR-এর আর্জি জানানো হয়েছে। 'বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন BLO-দের হুমকি ?' এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের।
তৃণমূলের দেওয়া ভিডিওয় শুভেন্দুকে বলতে শোনা যায়, "বিহারে ৫২ জন বিএলও এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। আর জেলে যাওয়ার জন্য তথ্য-ডকুমেন্ট আমরা জোগাড় করে নেব।"
আর তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি। আবার বলব। আমি আমতলায় দাঁড়িয়ে ওই ভাইপো যে চিটিংবাজটা...ওঁর লোকসভা কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলাম। আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলও-রা তৃণমূল-বিজেপি কোনও দলের কথা শুনবেন না। নির্বাচন কমিশনের কথা শুনবেন। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে ৫২ জন বিএলও অবৈধ কাজ করেছিলেন বলে জেলে গেছেন। এই অবস্থা যাতে আপনার না হয়। তাতে খারাপ কি বিহারের রেফারেন্সে। বোঝা যাচ্ছে, পায়ে কাঁটা ফুটেছে। ঘেউ ঘেউ করছে।
শুরু হয়ে গেছে SIR। গুরু দায়িত্ব বুথ লেভেল অফিসারদের ঘাড়ে। কিন্তু কখনও শাসক-কখনও বিরোধী। লাগাতার হুমকি দিচ্ছে তাঁদের। ইতিমধ্য়েই বিএলও-দের একাংশের সঙ্গে তৃণমূলের সম্পর্কের অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে ফের বিহারের প্রসঙ্গ টেনে BLO-দের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, "প্রত্যেকদিন রাজ্য থেকে, ৫০টা জায়গা থেকে পাচ্ছি। আপনি (BLO) ভাবছেন বিহারের পুলিশ নীতীশ কুমারের হাতে ছিল, তাই জেলে গিয়েছিল। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে, আপনি জেলে যান, সেই ব্যবস্থা করব।" তাঁর সংযোজন, "BLO-রা কোনও পার্টি, কোনও দাদা-দিদির কথা শুনবেন না। নইলে আপনাদের পরিণতিও বিহারের BLO-দের মতো হবে।"