সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বেদি ভাঙা নিয়ে অশান্তির সূত্রপাত। তার জেরে রাতদুপুরে বেহালায় (Kolkata News) আইএনটিইউসি (Trade Union Wing of Congress) নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল (TMC) কাউন্সিলরের বিরুদ্ধে। কংগ্রেস নেতার স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টি পুলিশকে জানিয়েও লাভ হয়নি। বরং পুলিশের চোখের সামনেই ভাঙচুর চলে বলে দাবি কংগ্রেস নেতার। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
বেহালার (Behala) পর্ণশ্রী থানা এলাকার রয়েড পার্কের ঘটনা। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি(Indian National Trade Union Congress/INTUC)-র নেতা গৌতম সাহার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায় এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে।
গৌতম জানিয়েছেন, শনিবার একটি বৈদি তৈরি করেন তিনি। কিন্তু রবিবার সেই বেদি ভেঙে দেন তৃণমূলের লোকজন। বেদি ভাঙার সেই ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমে আপলোড করেছিলেন তিনি। তার পর থেকে ভিডিয়ো তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। তাতে রাজি না হওয়াতেই বাড়ি বয়ে এসে হামলা চালানো হয়েছে।
রবিবার রাত ১০টা নাগাদ তৃণমূল কাউন্সিলরের শাগরেদরা লাঠিসোটা নিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হন বলে অভিযোগ গৌতমের। তিনি জানিয়েছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পেট্রোল ঢেলে আগুনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ভাঙচুর চলাকালীন নীচে নেমে দেখতে এলে, তাঁর স্ত্রী, পুরসভা নির্বাচনে যিনি ১১৯ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাঁকেও মারধর করা হয় বলে দাবি আইএনটিইউসি নেতার।
ভাঙচুর চলাকালীন পরিবারের তরফে বেহালা পর্ণশ্রী থানায় ফোন করে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশের সামনেই তাম্ডব চলতে থাকে বলে অভিযোগ ওই পরিবারের। মধ্যরাতের কিছু ক্ষণ আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছে তারা। তার পর গভীর রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম। তিনি জানিয়েছেন, পুলিশের তরফে কনও নিরাপত্তা দেওয়া হয়নি। তাই আতঙ্কে ভুগছে তাঁর পরিবার।
আইএনটিইউসি নেতার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কংগ্রেস ছাড়ার জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল। রবিবার কংগ্রেসের বেদি ভাঙার ছবি তিনি নেটমাধ্যমে আপলোড করেন। সেই আক্রোশেই রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় রাতেই অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন আইএনটিইউসি নেতা। তৃণমূলের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।