কলকাতা: এবার তৃণমূল সাংসদ দেবকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে তলব। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হল দেবকে। 'যত বার ডাকবে, তত বার যাব', ঘনিষ্ঠ মহলে নাকি এমনই জানিয়েছেন দেব, খবর সূত্রের। তদন্তকারীদের সবরকম ভাবে সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি। (TMC MP Dev)
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইমেলে চিঠি পাঠিয়ে দেবকে তলব করেছে ED. আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ED-র দফতরে সকাল ১১টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে সুবিধার জন্য দেবকে ডেকে পাঠানো হয়েছে। কিছু নথিপত্র নিয়ে দেবকে যেতে বলা হয়েছে বলে খবর। (ED Summons Dev)
নোটিস পেয়ে দেব ঘনিষ্ট মহলে জানিয়েছেন, নির্ধারিত দিনেই দিল্লিতে ED-র দফতরে হাজিরা দেবেন তিনি। যা যা জানতে চাইবেন তদন্তকারীরা, সূব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সব নথিপত্র নিয়ে যাবেন। এক বার নয়, যত বার ডাকবে ED, তত বারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন। লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে দেবকে তলব করল ED.
আরও পড়ুন: Sonia Gandhi: ‘জীবনসঙ্গীকে হারিয়ে যখন আপনাদের কাছে এলাম...’, বিদায়ী চিঠিতে আবেগপ্রবণ সনিয়া
এর আগে, গরুপাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবে দেবকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। এনামুল হককে দেব চেনেন কি না, কোনও রকম টাকার লেনদেন হয়েছিল কি না, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের তারকা সাংসদকে। দেব যদিও সাফ জানান, এনামুলকে তিনি চেনেন না। কোনও রকম টাকার লেনদেন হয়নি। ওই মামলায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদের সম য় দেবের নাম উঠে আসে বলেই তাঁকে ডেকে পাঠানো হয় বলে সেই সময় জানায় CBI
এবার দেবকে ডেকে পাঠাল ED. তবে যে সময় দেবকে ডেকে পাঠানো হল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তৃতীয় বার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বেশ কিছু দিন ধরে দোনোমনো করছিলেন দেব। সরকারি তিনটি পদ থেকে ইস্তফাও দেন তিনি। এমনকি তিনি BJP-র সঙ্গে কথা বলতে শুরু করেছেন বলেও দাবি করেন গেরুয়া শিবিরের নেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু সংসদের অধিবেশন থেকে দেব কলকাতায় ফিরলে পরিস্থিতি পাল্টে যায়। তাঁর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন প্রার্থী হতে চাইছেন না তিনি, কী অভিযোগ-অনুযোগ রয়েছে তাঁর, তা জানতে চান তাঁরা। সেখানেই মানভঞ্জন হয় দেবের। মমতার কথাতেই তিনি রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি তৃতীয় বার প্রার্থী হতেও মমতা তাঁকে রাজি করান বলে খবর। সেই আবহেই দেবকে তলব করল ED.