কলকাতা : প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) মামলার শুনানির মাঝে হুঁশিয়ারির সুরে ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) বলেছিলেন 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব'। যে বক্তব্য টেনে এনেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিকে খোঁচা দিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। 


নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলের পর ট্যুইট করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি যেখানে লেখেন, ‘সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল!’ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের ট্যুইট, ‘লক্ষ্মণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর, একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম, ভাল থাকবেন কমরেড’।


প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে। নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। নিয়োগ-দুর্নীতির সব মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, মত আইনজীবীদের অন্য অংশের। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই জানা যাবে সুপ্রিম কোর্টের বিস্তারিত নির্দেশ। 


এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সাক্ষাৎকারের অনুবাদের কপি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে দেওয়া হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠালেন বিচারপতি । আজ রাত ১২টার মধ্যে পেশ করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাত ১২:১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন, জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কুণাল ঘোষকে প্রণাম জানাব, তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা মিলে গেছে, তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা, জানা ছিল না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 






নিয়োগ দুর্নীতি মামলায় এজলাস বদলের পর ট্যুইট কুণাল ঘোষের। ‘সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন, সব কা বিকাশ কাকে বলে, বিকাশ ছুঁলে কী হয়, কমরেড সমবেদনা রইল’, ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।


আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, ভবিষ্যৎ কী সব মামলার?


আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?