হিন্দোল দে, কলকাতা: তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসেও পিছু ছাড়ল না গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। এলাকা দখলকে কেন্দ্র করে চারু মার্কেট (Charu Market Police Station) থানা এলাকার টালিগঞ্জ ফাঁড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল। দলের পতাকা লাগানো ঘিরে হওয়া হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন সঞ্জয় সাউ নামে এক তৃণমূল কর্মী। একে অপরের বিরুদ্ধে দলীয় পতাকা খুলে দেওয়া ও মারধরের অভিযোগ করেছে দুই পক্ষই। এর জেরে রবিবার রাত থেকে উত্তপ্ত চারু মার্কেট থানা এলাকার ৮৯ নম্বর ওয়ার্ড (89 no. Ward)।

জখম তৃণমূল কর্মীর (TMC Worker) নাম সঞ্জয় সাউ। তাঁর চোখের নীচে আঘাত রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, গোটা ঘটনা শুরু হয়েছে দলের পতাকা লাগানো কেন্দ্র করে। দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য় রবিবার রাতে পতাকা লাগাচ্ছিলেন সঞ্জয় সাউ-সহ বেশ কয়েক জন তৃণমূল কর্মী। অভিযোগ, সেইসময় তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাবির, তৃণমূল কর্মী রাজ গাজি সহ বেশ কয়েক জন পতাকা খুলে দেন। প্রতিবাদ করলে সোমবার সকালে চড়াও হয়ে মারধর করা হয়। 

উল্টোদিকে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা (TMCP) সাবিরের অভিযোগ, তাঁকে মিথ্য়া বদনাম দেওয়া হচ্ছে। তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তৃণমূলকর্মী রাজ গাজি অপর গোষ্ঠীর বিরুদ্ধে তাঁদের লাগানো পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগে পাল্টা সরব হয়েছেন। ওই এলাকা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানকার তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। 

দ্বন্দ্বের ছবি অন্যত্রও:ঘোলায় খুন হয়েছেন এক তৃণমূলকর্মী। পুরনো মারামারির মামলায় ফেরার তৃণমূল কর্মীকে এলাকায় ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ। ইট দিয়ে তৃণমূল কর্মীর মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঘোলা থানার অপূর্ব নগরে। মৃতের নাম বিষ্ণু বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর সময় মারামারির ঘটনায় পুলিশের খাতায় নাম ছিল তৃণমূল কর্মীর। 

প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের (TMC) নেতৃত্বের মধ্যেও বাগযুদ্ধের ঘটনা ঘটেছে। সুব্রত বক্সি মন্তব্যের কড়া বিরোধিকা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়েরও তুলোধনা করেছেন। দলের মধ্যে ফের প্রকট হয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। 

আরও পড়ুন: পুরনো মারামারির মামলায় ফেরার ছিলেন তৃণমূল কর্মী, এলাকায় ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ