কলকাতা: তূণমূলের প্রতিষ্ঠা দিবসে, রাজ্যের বিরোধী পরিসর নিয়ে বিস্ফোরক দাবি দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের। প্রতিষ্ঠা দিবসে কুণাল বলেন, 'তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী। রাজ্যে বিরোধী বলে আর কিছু নেই।'                                                                                     


তাঁর আরও দাবি, 'মানুষের জন্য কাজ তৃণমূলই করে। কোথাও ভুল হলে তার সংশোধনও তৃণমূলই করে। বাকি জনভিত্তিহীন, অশুভ শক্তির কোনও জায়গা নেই', তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মন্তব্য কুণাল ঘোষের।                                                                                                      


বিরোধীদের তোপ:
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'উনি ঠিকই বলছেন। রাজ্যে তো বিরোধী নেই। বিধানসভা বিরোধীদের, শাসকদলের নয়, তৃণমূল সেটা মানে না। তৃণমূলের বিরোধী মানে তৃণমূলেরই দুর্বল গোষ্ঠী। তাদের মিথ্য়া মামলা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মানুষ কি ভুলে গিয়েছেন রাজ্যপাল. প্রধানমন্ত্রীর সম্পর্কে কী কী বলেছেন এই দলের শীর্ষ নেতৃত্ব। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'তৃণমূলই শাসক, তৃণমূলই বিরোধী। বিরোধীহীন রাজনীতির এটাই মনোভাব। যেমন দিল্লিতে বিজেপির মনোভাব। এটা অগণতান্ত্রিক, স্বৈরাচারী মনোভাব।'

এদিন ভিতপুজো:
তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ভবনে অনুষ্ঠানের আয়োজন। তিলজলার কাছে পঞ্চান্নগ্রামে নতুন তৃণমূল ভবন তৈরি হবে। দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে ভিতপুজোর আয়োজন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভিতপুজো। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই আসন্ন পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে বলেই জানান তিনি। অশান্তি করার চেষ্টা করলে পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, তৃণমূল পেশিশক্তি প্রয়োগ করে ভোট করে। গত পঞ্চায়েত ভোটে ভোট-হিংসা বিরোধীদের অন্যতম অভিযোগ ছিল। ভোট-হিংসা ও ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার আক্রমণ শানিয়েছে বিজেপি। মামলাও হয়েছে। গত বিধানসভা ভোট এবং তার পরবর্তী সময়েও এটি বিজেপির অন্যতম অভিযোগ ছিল। যদিও বারবার বিভিন্ন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভোট হবে বলেই আশ্বাস দিয়েছেন। একদিকে অভিষেক-আশ্বাস, অন্যদিকে কুণাল-মন্তব্য, নতুন বছরের প্রথম দিনেই রাজনীতি নিয়ে সরগরম রাজ্য।   


আরও পড়ুন: "দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের