কলকাতা: ব্রিগেডের 'জনগর্জন' সভা থেকে নাম না করে ফের কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের দাবি, আগে চোর চুরি করে জেলে যেত, এখন যায় BJP-তে। নির্দিষ্ট করে কাউকে কিছু বলতে চান না তিনি, কিন্তু নরেন্দ্র মোদির ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানায়। (TMC Jonogorjon Sabha)


লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভায় বক্তৃতা করেন অভিষেক। সেখানেই BJP-তে তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, "ভোট ইডি-সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন 'মোদি কি গ্যারান্টি'। আগে চোর চুরি করে  জেলে যেত, এখন বিজেপি-তে যায়, এটাই মোদির গ্যারান্টি। 'ভোটে জিতলে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন, মানুষ জানেন তাঁরা কী পেয়েছেন? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন, সব পেয়েছেন মানুষ। এবার বাংলা ঠিক করুক, কোন গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি?" (Abhishek Banerjee)


বরাবরই BJP-কে 'ওয়াশিং মেশিন' বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এদিন সেই রেশ টেনেই অভিষেক বলেন, "আগে চোর চুরি করে  জেলে যেত, এখন বিজেপিতে যায়, এটাই মোদির গ্যারান্টি। প্রধানমন্ত্রী সবথেকে বড় দুর্নীতিগ্রস্তকে পাশে বসিয়ে রাখেন। আগে বিচারপতিরা চোর-ডাকাতকে জেলে ভরতো,  এখন বিচারপতিকে মালা পরিয়ে অভ্যর্থনা জানায় চোরেরা।"


আরও পড়ুন: Abhishek Banerjee: প্রাকনির্বাচনী ‘জনগর্জন’ তৃণমূলের, ব্রিগেডে পৌঁছেই মা-মাটি-মানুষকে সাষ্টাঙ্গে প্রণাম অভিষেকের


লোকসভা নির্বাচনের আগে, এদিন ব্রিগেডের সভায় ফের বহিরাগত তত্ত্ব তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, "বহিরাগতদের বাংলা থেকে বিসর্জনের যাত্রা সুনিশ্চিত। কেউ বলছিল, তৃণমূল দলটাই থাকবে না।  বিজেপি-র বহিরাগত নেতারা বড় বড় ভাষণ দিয়েছেন। বিজেপি-র কাছে সব আছে, তৃণমূলের সঙ্গে মানুষ আছেন। আগামীর রায়, স্বৈরাচারীদের বিদায়। আজকের ব্রিগেড তৃণমূলের সমাবেশ নয়, গরিব খেটে খাওয়া মানুষের ব্রিগেড। এই ব্রিগেড ১১ লক্ষ ৩৬ হাজার মানুষের, যাঁদের প্রাপ্য টাকা দেয়নি বিজেপি। জনগণের গর্জন, বিজেপি-র বিসর্জন।"


BJP-কে এদিন বাংলা-বিরোধী বলেও উল্লেখ করেন অভিষেক। তাঁর কথায়, "যারা শিখদের খালিস্তানি বলে, তারা বাংলা বিরোধী। ভোট ইডি-সিবিআই দেবে না, ভোট দেবেন মানুষ। ভোটে জিতলে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন, মানুষ জানেন তাঁরা কী পেয়েছেন। অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন, সব পেয়েছেন মানুষ। এবার বাংলা ঠিক করুক, কোন গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি? যারা আমাদের মুখের ভাষা বোঝে না, তাঁরা আমাদের মনের ভাষা বুঝবে? বাংলা বিজেপির কাছে মাথানত করেনি, তাই এত রাগ। ৫ বছর আগে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি, ক্ষমা চেয়েছে? দু'দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, গত তিন বছরে আবাসের জন্য বাংলাকে ৪২ হাজার কোটি টাকা দিয়েছেন। গত তিন বছরে রাজ্যকে টাকা দেওয়ার কোনও তথ্য দিতে পারলে, রাজনীতি ছেড়ে দেব। মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী।" এই প্রধানমন্ত্রীর গ্যারান্টিতে বিশ্বাস করবেন বাংলার মানুষ, প্রশ্ন তোলেন অভিষেক।