কলকাতা : কয়লা পাচারকাণ্ডে ইডি-র দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee)। বিজেপি, অমিত শাহকে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'গরুপাচার, কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তর। সেই কথাবার্তার অডিও ক্লিপ আমি শুনেছি। যেখানে শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব।' আদালতে যে অডিও ক্লিপ তিনি জমা দেবেন বলে জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিষেকের হুঁশিয়ারি, 'ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন।'


কেন্দ্রীয় এজেন্সিকে এক হাত নিয়ে অভিষেক বলেছেন, 'সুদীপ্ত সেন লিখিতভাবে যেখানে জানাচ্ছেন বিরোধী দলনেতা তাঁর থেকে ৬ কোটি টাকা নিয়েছে, সেখানে সিবিআই-ইডি কি তাঁর বাড়ির ঠিকানা ভুলে গিয়েছে? নাকি তাঁকে ডাকতে ভয় পাচ্ছে? কারণ আখেরে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় নিজেদের চাকরি বাঁচাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারীদের বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু তাঁদেরকে কার্যত রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। তাই তৃণমূলে কেউ থাকলে তাঁকে তদন্তের জন্য ডাকা হবে, আর বিজেপিতে গেলেই সব থেকে ছাড়।' অভিষেকের আক্রমণ, 'ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেলেও তাঁদের কেন ডাকছে না ইডি-সিবিআই?'


কয়লাকাণ্ডে ২০২১ সালে সেপ্টেম্বরেও অভিষেককে তলব করা হয়েছিল দিল্লি থেকে। সেবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) দোষী প্রমাণিত হলে ফাঁসি মঞ্চে নিজেই মৃত্যুবরণ করবেন। আর বছর ঘুরে গঙ্গায় অনেক জল বয়ে গেলেও নিজের বক্তব্য থেকে তিনি যে সরছেন না, সেটাই মনে করালেন এদিন তিনি। অভিষেকের কথায়, 'আমি দুইবছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনওরকম যোগসূত্র, যদি এই কেলেঙ্কারির মামলায় পায়, বা প্রতিষ্ঠিত করতে পারে, যে ৫ পয়সাও আমি এখান থেকে নিয়েছি, তাহলে ইডি-সিবিআই-র দরকার নেই।একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, আমি মৃত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি।'


অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তিনবার গেছি ৩০ বার ডাকলে যাব। আমি মাথা নত করার ছেলে নই। আমায় ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মেরুদন্ড বিকিয়ে দিই না। মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। আগে পলিটিক্যালি লড়ুন, নির্বাচনে লড়ুন। কত বড় ক্ষমতা আমি দেখব।'


অভিষেকের কথায়, ‘আরও দুটো রাজ্যে ক্ষমতায় থাকলে বিজেপিকে ল্যাজে-গোবরে করে দিতাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা বিএসএফ ধর্ষণের অভিযোগে বিদ্ধ। সিআইএসএফ কয়লা চুরির সঙ্গে যুক্ত। গরুপাচারের টাকা সরাসরি অমিত শাহর (Amit Shah) কাছে গেছে, বিজেপি নেতাদের কাছে গেছে। সীমান্তে গরুপাচার হলে বিএসএফ কী করছে? এটা গরুপাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক নিজেই গরুচোর। গরুচোরেদের দিয়ে গরুচুরির তদন্ত হচ্ছে।’


আরও পড়ুন- ' ৫ পয়সা নিয়েছি প্রমাণ হলে ফাঁসি-মঞ্চে মৃত্যুবরণ করব', বিস্ফোরক অভিষেক