কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য় রাজনীতি। প্রচারে জোর দিচ্ছে শাসক-বিরোধী সব শিবিরই। আর সেই আবহেই অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে উপস্থিত হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার হাতে তুলে দিলেন 'উন্নয়নের পাঁচালি'। অভিষেককে বুকে টেনে নিলেন প্রবীণ অভিনেতাও। তাঁর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিও তুলে দেন অভিষেক। (Abhishek Banerjee Meets Ranjit Mallick)

Continues below advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের 'উন্নয়নের পাঁচালি' নিয়ে বিশিষ্টজনেদের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। সেই মতোই বুধবার বিকেলে ভবানীপুরে প্রবীণ অভিনেতার বাড়িতে হাজির হন অভিষেক। তাঁকে স্বাগত জানাতে বেরিয়ে আসেন রঞ্জিতবাবু এবং তাঁর স্ত্রী দীপা মল্লিক। প্রথমেই দীপাদেবীর পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক। তার পর প্রণাম করেন রঞ্জিতবাবুকেও। হাসিমুখে অভিষেককে স্বাগত জানান প্রবীণ অভিনেতা। (TMC News)

এদিন বিকেল ৪টে ২৭ নাগাদ গল্ফ ক্লাব রোডে রঞ্জিতবাবুর বাড়িতে পৌঁছন অভিষেক। সেখানে তাঁকে আলিঙ্গনও করেন রঞ্জিবাবু। তাঁর হাতে 'উন্নয়নের পাঁচালি' তুলে দেন অভিষেক, যাতে তৃণমূল সরকারের উন্নয়নমূলক, জনকল্যাণমূলক কাজের খতিয়ান রয়েছে। তবে এদিন সেখানে দেখা যায়নি রঞ্জিতবাবুর কন্যা, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী, প্রয়োজক নিসপাল সিংহ রানে-কে। 

Continues below advertisement

রঞ্জিতবাবুর সঙ্গে দেখা করে অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা শ্রী রঞ্জিত মল্লিক মহাশয়কে উন্নয়নের পাঁচালি-সহ সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানালাম। তিনি বাংলার শিল্প সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব, যিনি বাংলার নাম গৌরবান্বিত করেছেন। তাঁর হাতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দিতে পেরে আমি গর্বিত'। 

বাড়িতে দেখা-সাক্ষাতের পর অভিষেকের সঙ্গেই বেরিয়ে আসেন রঞ্জিতবাবু। একসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁরা। দু'জনের মধ্যে কী কথা হল, জানতে চাওয়া হলে, জবাব এড়ান অভিষেক। শুধু জানান, অভিনেতার সঙ্গে দেখা করে ভাল লেগেছে তাঁর। তৃণমূলের তরফে সোশ্য়াল মিডিয়া পোস্টে লেখা হয়, 'সংস্কৃতি আর উন্নয়নের মেলবন্ধন! বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা শ্রী রঞ্জিত মল্লিকের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে তুলে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড তথা উন্নয়নের পাঁচালি এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি'।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। 'উন্নয়নের পাঁচালি' সেই কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কাজকর্ম লিপিবদ্ধ রয়েছে তাতে। বিশিষ্টজনেদের বাড়ি গিয়ে সেই 'উন্নয়নের পাঁচালি' হাতে হাতে তুলে দিচ্ছেন দলের নেতাকর্মীরা। পাশাপাশি, প্রায় ১৮০০ ইনফ্লুয়েন্সারদের নিয়েও চলছে প্রচার। আর সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন রঞ্জিতবাবুর বাড়িতে যান অভিষেক।