রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পরশু থেকে নিখোঁজ থাকার পর নিজ এলাকাতেই উদ্ধার হল তৃণমূলের শ্রমিক নেতার (TMC Leader Body Discovery) দেহ। অভিযোগের তির, বিজেপির পঞ্চায়েত সদস্যের দিকে। সূত্রের খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে দু'জনকে আটক করে জেরা করেছে পুলিশ। মাল ব্লকের (Jalpaiguri News) রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। 



কী জানা গেল?
গত পরশু থেকে নিখোঁজ ছিলেন সুনীল লোহার। স্থানীয় সূত্রে খবর, সুনীল রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চা বাগান শ্রমিক সংগঠনের নেতা। আশপাশে তন্নতন্ন করে তাঁর খোঁজাখুঁজি চলে। অবশেষে, গত কাল, শনিবার পুলিশের দ্বারস্থ হয় তাঁর পরিবার। শনিবার দুপুর থেকেই তদন্তে নামে মালবাজার থানার পুলিশ। আর গত কাল রাত ১০টা নাগাদ নিদাম চা বাগানের ভাঙা পুলের অদূরে, পাম্প ঘরের কাছে পাওয়া যায় সুনীল লোহারের দেহ। মৃতের পরিবারের অভিযোগ, নিদামের বিজেপি পঞ্চায়েত সদস্য সুরজ দর্জি ও অন্যান্য বিজেপি কর্মীরা মিলে তাঁকে খুন করেছে। নিদাম বাগানের ক্ষিপ্ত গ্রামবাসীরা সুনীল লোহারের খুনে অভিযুক্তদের ফাঁসির দাবিতে মাল থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ। শেষে মহকুমা পুলিশ আধিকারিকের নের্তৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল মাল ব্লকে। মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক নিলেশ শ্রীকান্ত গায়কোয়াড় বলেন, 'পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে। দুজনকে আটক করে জেরা চলছে। শীঘ্রই সমস্ত সত্য প্রকাশ্যে আসবে।' মাসখানেকের কিছু বেশি আগে, বারুইপুরেও একই ধরনের একটি ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল বিজেপি ও সিপিএমের দিকে। যদিও, সে ঘটনায় মৃতের পরিবার দাবি করে, তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই মারা গিয়েছেন দলের কর্মী সইদুল শেখ।


মাসখানেক আগে...
ঘটনাটি ঘটেছিল বারুইপুরের মদারহাটে।  বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সইদুল শেখকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, গোষ্ঠীকোন্দলেই খুন হন তৃণমূল কর্মী সইদুল শেখ। অভিযুক্তরা বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ। যদিও তৃণমূল খুনের দায় চাপায় বিজেপি ও সিপিএমের ঘাড়ে। ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে সইদুলকে ডেকে নিয়ে যান কয়েকজন। কিছুক্ষণ পর, বাড়ির কাছেই মাঠ থেকে উদ্ধার হয় বছর পঁয়তাল্লিশের তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। শাসকদলের অন্তর্দ্বন্দ্বেই খুন, পাল্টা দাবি বাম-বিজেপির। 


আরও পড়ুন:'দুর্নীতি ঢাকতে সরকারি পদ থেকে সরে আসছেন', দেবকে বিঁধে মন্তব্য ঘাটালের বিজেপি বিধায়কের