কলকাতা: ১০ দফা দাবিতে আন্দোলন, অনশন নিয়ে তৃণমূলের নিশানায় এবার ডাক্তাররা। বেসরকারি হাসপাতালগুলিকে সুবিধা করে দিতেই এই আন্দোলন, কটাক্ষ করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 


আসানসোলের সালানপুরে তৃণমূলের আরেক নেতা দেবাংশু ভট্টাচার্যও তোপ দেগেছেন জুনিয়র ডাক্তারদের। মানুষের প্রাণের বিনিময়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের এই নেতা।                                        


তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 'চিকিৎসা বন্ধ রাখা মানে মানুষ মারা। মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদিদের কোনও তফাত দেখি না। মাওবাদিরাও বলেন, আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এঁরাও বলছেন, আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব।' 


আরও পড়ুন, অনশন চলবে, বৈঠকে যাবেন; বৈঠকে যোগ দিলেও অনশন তুলছেন না জুনিয়র চিকিৎসকরা


এর আগে আসানসোলের সালানপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে একইরকমভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করেছেন দেবাংশু। বেসরকারি হাসপাতালগুলিকে লাভের মুখ দেখাতেই এই আন্দোলন, দাবি তৃণমূল নেতার। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর মানুষ সরকারি হাসপাতালে যাওয়া শুরু করল। এতে কী হল? প্রাইভেটে ডাক্তারদের ব্যবসা আরও কমে গেল। তখন এরা প্রত্যেকে মিলে একটা চক্রান্ত রচনা করল কী সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দাও। এই যে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা বন্ধ রাখল, তখন ফুলে-ফেঁপে উঠল নার্সিংহোমগুলো।' 


এদিকে, জেলা হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় গিয়ে বা নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস করছেন। তাঁদের তালিকা তৈরি করে পাঠানো হবে প্রশাসনের কাছে। নন্দীগ্রামে গিয়ে ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'নজর রাখুন, কারা কারা এই জেলায় পোস্টিং পাওয়ার পরেও কায়দা করে ২-৩ দিনের কোনওভাবে ডিউটি করে, জেলা থেকে পালিয়ে যাচ্ছে, কলকাতায় গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। এদের নাম নোট করে রাখুন।'    


যদিও ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের যে ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতারা, তার কড়া সমালোচনা করেছেন সিনিয়র চিকিৎসকরা। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে