কলকাতা: ১০ দফা দাবি নিয়ে অনশন চলছে এখনও। সমাধানের সূত্র এখনও অধরা। জট জটিলতা অব্যাহত। এরই মধ্যে মুখ্য সচিবের শর্তসাপেক্ষে সোমবার বৈঠকে বসার ইমেল পাওয়ার পর আজ দুপুরে নীলরতন সরকার হাসপাতালে জুনিয়র ডাক্তাররা জিবি মিটিংয়ে বসেন তাঁরা। সেই বৈঠক থেকেই তাঁরা জানালেন, 'কাল সদর্থক বৈঠকের আশা করছি। দাবি মানা না হলে অনশন প্রত্যাহার নয়। অনশন চলাকালীনই নবান্নে যাব'। 


বৈঠক থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সাফ বলেন, 'এতদিন ধরে অনশনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনে আহত অনশনকারীরা। অনশনের এতদিন পরেও মুখ্যমন্ত্রী জানতে চান ১০ দফা দাবি নিয়ে।  মুখ্যমন্ত্রী হয়ত ১০ দফা জানেন না, অথবা ১০ দফা দাবি তাঁকে জানানো হচ্ছে না। আমরা কি চাইছি, আজ ইমেল পাঠানো হবে। আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। কাল আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল যাবে, সঠিক সময়েই যাব'। 


জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠক থেকে এও বলা হয়, 'সমস্ত মেডিক্যাল কলেজের পরিবেশ, পরিকাঠামোর হাল অত্যন্ত খারাপ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে রাজ্য সরকার। আন্দোলন নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আর জি করকাণ্ডের বিচার চাই'।                                                                         


উল্লেখ্য, শনিবার দুপুরে মুখ্যসচিবের ফোন থেকে অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করার পাশাপাশি সোমবার ফের বৈঠকে বসতে রাজি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফোন বার্তায় তিনি এও বলেন, 'আমার সঙ্গে তোমাদের একান্তই বৈঠক করতে হলে, আমি বড়জোর সোমবার কর্মসূচি বাতিল করে ...কিন্তু তিন ঘণ্টা আমাকে বসিয়ে রাখবে না। আমার অনেক কাজ থাকে। আমি সোমবার নবান্নে ঠিক পাঁচটায় তোমাদের সময় দিচ্ছি। তোমরা নবান্নে এসো বিকেল পাঁচটায়।' 


আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কালীপুজোর আগেই, কবে থেকে দুর্যোগের শুরু? বড় আপডেট


তবে মুখ্যমন্ত্রীর এই আহ্বানের পর সোমবারের বৈঠকে যেতে রাজি হলেও, অনশন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে