কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের বাইরে বিক্ষোভ, তাঁর বাড়ির বাইরে পোস্টার, গত কয়েক দিনে একের পর এক ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। সেই আবহেই বিচারপতি মান্থা এবং কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বার বার অনৈতিক কাজকর্ম সত্ত্বেও কেন আদালত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে না, কেন বার বার তাঁকে রক্ষাকবচ দিয়ে বলীয়ান করা হচ্ছে, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। 


কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ


সম্প্রতি বিচারপতিকে নিয়ে একাধিক পোস্টার ঝোলানো হয়। তাতে বিরোধী দলনেতা শুভেন্দুকে নিয়ে আদালত পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করা হয়। সেই আবহেই মুখ খুললেন কুণাল। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি অনুরোধ করব, বিচারপতি রাজাশেখর মান্থাকে, আপনি একের পর এক রক্ষাকবচ দিয়ে ওঁকে বেপরোয়া করে তুলেছেন, এই ধরনের অনৈতিক কাজকর্ম করার জন্য। আপনি সুয়োমোটো ব্যবস্থা নেবেন না কেন? এক জন দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু-মুসলমান করবেন, সম্প্রীতি নষ্ট করবে, বিদ্বেষপূর্ণ ভাষণ দেবে, আপনার রক্ষাকবচে নিজেকে সে বলীয়ান ভাবছে। এটা সংবিধানের বিরোধী...আপনি যে বিচারে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার চেয়ার থেকেই এটা দোষ হিসেবে বিবেচনা করে কেন সুয়োমোটো ব্যবস্থা নেওয়া হবে না?"


আরও পড়ুন: Firhad Hakim: রাজ্যের মন্ত্রী, শহরের মেয়র, হাওয়াই মিঠাই বানানোতেও হাতযশ ফিরহাদের


সম্প্রতি হাওড়ার একটি কর্মসূচিতে গিয়ে শুভেন্দু যে বক্তৃতা করেছিলেন, তা নিয়েও এ দিন মুখ খোলেন কুণাল। তিনি বলেন, "এই ভেজাল হিন্দু কেউ বিশ্বাস করে না। কয়েক দিন আগে বন্দে ভারতের উদ্বোধন করতে গিয়ে, 'জয় শ্রীরাম' শব্দ শুনে যে অঙ্গভঙ্গি করেছেন উনি, যে আচরণ করেছেন, আর আমাদের দেবতা রামচন্দ্রকে যিনি প্রকাশ্যে অন এয়ার অপমান করেন, তিনি কখনও প্রকৃত হিন্দু হতে পারেন না। অর্থাৎ গঙ্গা আরতি
করুন বা গঙ্গায় ঝাঁপ দিন, হিন্দু ভোট আপনার কপালে নেই।"


কুণালের মন্তব্য নিয়ে যদি সুর চড়াতে দেরি করেননি বিরোধীরা


কুণালের মন্তব্য নিয়ে যদি সুর চড়াতে দেরি করেননি বিরোধীরা। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আদালত নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমাদের নেই। কুণাল বাবুর আছে। ও জেল খাটা মানুষ। ওর অনেক গুণ আমাদের অত গুণ নেই।" সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যও বলেন, "কুণাল ঘোষ যখন গ্রেফতার হয়েছিলেন, সেই সময় সকাল বিকেল বলতেন মমতাও জড়িত, উনি সব জানেন। আর এখন এ সব বলছেন।" আইনজীবীদের মধ্যেও কুণালের এই মন্তব্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।