কলকাতা: ভূপতিনগরে ঝামেলা বাধার আগে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল (TMC News)। সেই নিয়ে বিতর্কের মধ্যে রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থার সুপার ধনরাম সিংহকে দিল্লিতে তলব করা হয়েছে। রাজ্যে NIA সুপারও বদল হচ্ছে বলে এবার সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ধনরামের জায়গায় রাজ্যের নয়া NIA সুপার হচ্ছেন IPS রাকেশ রোশন। (NIA Bhupatinagar Case)


মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ এই দাবি করেন কুণাল। তিনি লেখেন, 'NIA-সূত্র: অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP-NIA ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পর ধনরাম সিংহকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছে। উনি রওনা দিয়েছেন। বিতর্কিত ওই মামলার তদারকিতে পটনার IPS অফিসার রাকেশ রোশনকে এবার কলকাতায় পাঠাচ্ছে NIA'. (Bhupatinagar Case)


NIA-র সুপার বদলালেও, বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন কুণাল। তিনি লেখেন, 'কিন্তু আমরা সঠিক তদন্ত চাই, ধনরাম সিংহের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। ওই সাক্ষাতের ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না। তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে। NIA-কে বিবৃতি প্রকাশ করে ধনরাম সিংহের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, জানাতে হবে। NIA-র DG-রও পরিবর্তন চাই আমরা, কারণ উনি সবকিছুর জন্য দায়ী, ধনরামের কাজকর্মের জন্যও'।



আরও পড়ুন: Sandeshkhali Police Attacked: সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ, ক্যাম্পে ঢুকে হামলা দুষ্কৃতীদের


২০২২ সালের বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হন NIA আধিকারিকরা। কিন্তু মধ্যরাতে NIA গৃহস্থের বাড়িতে হাজির হল কেন, প্রশ্ন তুলতে শুরু করে। ভূপতিনগরে NIA-র আধিকারিকদের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। সেই আবহেই দু'দিন আগে NIA-BJP আঁতাতের অভিযোগ তোলে তৃণমূল। ভূপতিনগরে ঝামেলার আগে, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে NIA সুপার ধনরামের গোপন বৈঠক হয়েছিল বলে দাবি করে তারা। 


ধনরামের বাড়িতে ঢুকতে গিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নিজের নাম ভিজিটর্স বুকেও লেখেন বলে নথি দেখিয়ে দাবি করেন কুণাল, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকাকালীন NIA সুপারের সঙ্গে জিতেন্দ্রর এই বৈঠক নিয়ে চাপানউতোর শুরু হতে সময় লাগেনি। তৃণমূলের দাবি, জোড়াফুল শিবিরের কাদের নিশানা করতে হবে, NIA-র হাতে সেই তালিকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। সাদা প্যাকেটে মুড়ে টাকারও লেনদেন হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সেই নিয়ে প্রতিবাদ জানান অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনেও অভিযোগ জানায় তারা। সেই আবহেই এবার রাজ্যে NIA সুপার বদলির খবর জানালেন কুণাল।