চুঁচুড়া: তৃণমূলে ছবি ও আদি-নব্য বিতর্কের মধ্যেই ফের বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূলের (TMC) সরকার যেমন আছে থাকবে, আরও নতুন মুখ উঠে আসবে বলে মন্তব্য করলেন কুণাল। 


হুগলি জেলার চুঁচুড়ার একটি সভায় এমন মন্তব্য করলেন কুণাল। তাঁর বক্তব্য, "২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। অনেকে তৃণমূলের ওপর শকুনের মতো নজর রেখেছে। অনেকে ভাবছে তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে ভাঙতে পারলে, দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে। সে গুড়ে বালি, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন ছেলেমেয়ে আনুন, নতুন ছেলেমেয়েদের তৈরি করুন।"


তৃণমূলে আদি-নব্য় দ্বন্দ্ব নিয়ে বেশ কিছু দিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। দলের অন্দরে মমতা এবং অভিষেকপন্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে বার বার। সম্প্রতি নেতাজি ইন্ডোরে আয়োজিত অনুষ্ঠানে অভিষেকের ছবি না দেখা যাওয়ায়, সেই বিতর্ক আরও জোর পায়। মমতা রয়েছেন এই যথেষ্ট, আলাদা করে অভিষেকের ছবির প্রয়োজন নেই বলে প্রকাশ্যে জানান একপক্ষ। অন্য পক্ষ আবার জানান, ,মমতার পাশে অভিষেকের ছবি থাকা প্রয়োজন ছিল।


আরও পড়ুন: Shantanu Thakur: প্রকাশ্য মঞ্চ থেকে BSF-কে হুঁশিয়ারি, TMC-র প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু


সেই সময় অভিষেকের ছবি রাখার পক্ষেই মুখ খুলেছিলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, "অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। ব্যাপারটা মমতাদি বনাম অভিষেক নয়, মমতাদি এবং অভিষেক। জুটিকে রাখতে হবে। অভিষেককে ছাড়া মমতাদি পারবেন না এমন নয়, আবার তৃণমূল না করলে অভিষেকের চলবে না, তেমনই নয়। মমতাদি শেষ কথা, তিনি সম্পদ। তিনি তৃণমূলের মুখ। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে গ্রুম করে, প্রচুপর ত্যাগ করে, পরিশ্রম করে যে জায়গা তৈরি করেছে, তাতে ওকে বাদ দিলে ব্য়াপারটা অসম্পূর্ণ থেকে যায়।"


মমতা এবং অভিষেককে আলাদা করে দেখানোর চেষ্টা কাম্য নয় বলেও সেই সময় মন্তব্য করেছিলেন কুণাল। এবার কার্যতই ভবিষ্যদ্বাণী করে দিলেন তিনি। ২০৩৬ পর্যন্ত মমতা মুখ্যমন্ত্রী থাকলেও, তার পর অভিষেক দায়িত্বে আসবেন বলে ঘোষণা করে দিলেন তিনি।