WhatsApp Features: হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে একটি নতুন সিকিউরিটি ফিচার (Security Feature)। বিটা ইউজারদের জন্য সম্প্রতি এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের জন্য এই সিকিউরিটি ফিচার চালু হতে আর বেশি দেরি নেই। 


কোন নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে


সাধারণত হোয়াটসঅ্যাপে সাইন-আপ করতে চাইলে ইউজারকে নিজের নম্বর অথেনটিকেট করতে হয়। এক্ষেত্রে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। আর সেটা দিয়েই ইউজারের নম্বর অথেনটিকেট করা হয়। তবে শোনা যাচ্ছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপে ইউজারদের অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ইমেল আইডি-র অপশনও দেওয়া হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ফিচার চালু হলে আরও বেশি সুরক্ষিত থাকবে ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। 


যদি আপনার ফোন চুরি হয় বা হারিয়ে যায় তাহলে সেই ফোন যার হাতেই পড়ুক না কেন সুরক্ষিত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপে সিকিউরিটি ফিচার হিসেবে ইমেল আইডি যুক্ত হলে আপনার ফোন না থাকলেও ইমেল আইডি জানা থাকলে আপনি অন্য ডিভাইস থেকেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ-ইন করে তা অ্যাকসেস করতে পারবেন। হোয়াটসঅ্যাপের বেশিরভাগ ফিচারের ক্ষেত্রেই নির্ভরতা রয়েছে ইউজারের মোবাইল নম্বরের উপর। আর তাই এই মাধ্যমের সাহায্যে প্রতারণার পরিমাণ দিনদিন বাড়ছে। কারণ হ্যাকার বা স্ক্যামারদের পক্ষে ইউজারের ফোন নম্বর এবং তার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া আজকাল বেশ সহজ ব্যাপার। সিম ক্লোনের মাধ্যমেও ইউজারের হোয়াটসঅ্যাপ নম্বর এবং তা থেকে আরও তথ্যের হদিশ পেয়ে যায় হ্যাকাররা। তাই এই ক্ষেত্রে যদি ইমেলাইডি-র অপশন থাকে তাহলে নিঃসন্দেহে নিরাপত্তা কিছুটা বাড়বে। 


WAbetainfo- একটি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার যারা এই মাধ্যমের যাবতীয় আসন্ন ফিচার এবং আপডেট সম্পর্কে ওয়াকিবহাল থাকে, তারা জানিয়েছে হোয়াটসঅ্যাপের 2.23.16.15 ভার্সানে নতুন এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। তবে এখনও এই ফিচারের পাবলিক রিলিজ হয়নি, অর্থাৎ সমস্ত ইউজার নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের অ্যাকসেস পাননি। তবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ইউজারদের নিরাপত্তা সংক্রান্ত এই ফিচার চালু হবে বলে আশাবাদী ইউজাররা। প্রসঙ্গত উল্লেখ্য, ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সতর্ক থাকে হোয়াটসঅ্যাপ সংস্থা। মাঝে মাঝেই বিভিন্ন সিকিউরিটি ফিচার লঞ্চ করে থাকে কর্তৃপক্ষ। এবার আরও একটি নয়া ফিচার রিলিজ করতে চলেছে বিশ্বের জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। যদিও হোয়াটসঅ্যাপে এই সিকিউরিটি ফিচার লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 


আরও পড়ুন- টেকনো পোভা ৫ সিরিজ ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কোন কোন ফোন লঞ্চ হবে?