পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : কল আছে, কিন্তু জল নেই! পঞ্চায়েত ভোটের আগে ফের জলসঙ্কট ইস্যু বাঁকুড়ায়। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। দিদির দূত হিসেবে শুক্রবার বাঁকুড়া দুনম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামে যান সায়ন্তিকা। সঙ্গে ছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী-সহ জেলার অন্য নেতারা।


'এক বছর ধরে জলই পাচ্ছেন না'


শাসকদলের মিছিল থেকে পানীয় জল প্রকল্পের সাফল্য দাবি করে স্লোগানও ওঠে। 'ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিল কে? মমতা ব্যানার্জি আবার কে' । কিন্তু তাল কাটল জিজ্ঞাসাবাদ পর্বে। রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ঘরে ঘরে পানীয় জল পরিষেবা কেমন মিলছে, তৃণমূল নেতানেত্রীরা এই প্রশ্ন করতেই উত্তর এল, এক বছর ধরে জলই পাচ্ছেন না তাঁরা।
              


'রাজনীতির বৃ্ত্তে আবার সেই জল-সঙ্কট'
জল সমস্যার পাশাপাশি আবাস প্রকল্পে বাড়ি না পাওয়ার অভিযোগও শুনতে হয় তৃণমূল নেতানেত্রীদের। আবাস প্রকল্পের জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলে, জল সমস্যার জন্য় ভূমির ঢালকে দায়ী করেন তৃণমূলের তারকানেত্রী। তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সামনে আবার একটা ভোট। বাঁকুড়ায় রাজনীতির বৃ্ত্তে আবার সেই জল-সঙ্কট ইস্যু।


আরও পড়ুন :


চায়ের দোকানে 'গান ও মহিলাদের ধূমপানে আপত্তি', দোকান ভাঙচুর খাস কলকাতায়



শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ


অন্যদিকে, ফের দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা। এবার রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।                                                                  

বৃহস্পতিবারও একই ধরনের ঘটনা ঘটে। পরপর দু'দিন, পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ। রাস্তাঘাট-সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।