ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : 'মনে রাখবেন, আমাদের মাথার উপর কেষ্ট আছেন' বীরভূমে কর্মিসভায় গিয়ে কেষ্টর প্রশংসায় পঞ্চমুখ সুব্রত বক্সী। লোকসভা ভোটের মুখে বীরভূমে না থেকেও আছেন জেলবন্দি অনুব্রত। অনুব্রতকে নিয়ে বলতে গিয়ে আবেগে ভাসলেন তৃণমূলের রাজ্য সভাপতি। 


লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই কেষ্ট-নামে মজছে তৃণমূল । এক সময় বীরভূমের 'কেষ্ট'কে বাঘ 
বলে সম্বোধন করেছিলেন  ফিরহাদ হাকিম। এবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মুখে  'কেষ্ট'নাম।  বক্তৃতা করতে গিয়ে নেত্রীর সুরেই বললেন, জেলার সবার উপরে কেষ্ট আছে ! তাঁর সাংগঠনিক শক্তি অফুরন্ত। বীরভূমে এলে তাঁর কথা সবার আগে মনে পড়ে।  


লোকসভা ভোটের আগে সোমবার দলীয় কর্মসূচিতে বীরভূমের সিউড়িতে কর্মীদের উৎসাহ জোগাতে টানটান ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক সুব্রত বক্সী। তিনি বলেন, 'বীরভূমে এসে প্রথমে যাঁর কথা  মনে পড়ে তিনি আমাদের দীর্ঘদিনের  সংগ্রামী সাথী কেষ্ট মন্ডল। বীরভূমের মানুষ তাঁকে চেনেন। তাঁর সাংগঠনিক শক্তি অফুরন্ত। তাঁর চেয়েও বড় কথা, কেষ্টকে যাঁরা দেখেছেন চিনেছেন, আমি তাঁদের থেকে বেশি করে কেষ্টকে চিনি, কারণ আমি তাঁকে ভালোবাসি। আমরা এখানে যারা একত্র হয়েছি। মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে। আমি আপনাদের বলব, যে সঙ্গবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে যে বীরভূম জেলা শক্তিশালী হয়েছে, নিশ্চিত ভাবে আমি এর জন্য তাঁকে সাধুবাদ জানাব।'  


গত ফেব্রুয়ারিতেই বীরভূমে গিয়ে ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, ' কেষ্টকে এতদিন জেলে পুরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি' । মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ' কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু, মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আসতে আসতে দেখছিলাম ম্য়াক্সিমাম ইয়ং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি। আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম।'  


গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় ২০২২-এর ১৭ নভেম্বর থেকে জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহাড় জেলে রয়েছেন। এতকিছুর পরেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরায়নি তৃণমূল।             


আরও পড়ুন: 'ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ হয়নি?' কমিশনের প্রশ্নের মুখে জেলাশাসকরা