নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষ। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, উভয় সিরিজেই জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। এবার লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করা। ৯ ফেব্রুয়ারি থেকে সেই উদ্দেশ্য নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। সেই সিরিজের জন্য আজ, শুক্রবার, ৩ ফেব্রুয়ারি থেকেই প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল।


শুরু অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি


নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ব়্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের প্রথম দুই টেস্ট দলের সিরিজের প্রথম আয়োজিত হবে। সেই সিরিজের জন্য নাগপুরেই ভারতীয় দলেপ তারকারা অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। এদিন ভারতের অনুশীলনে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের দেখা গেল। চোটের কারণে শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাঁর বদলে সূর্যকুমার যাদব সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তিনিও এদিন ভারতীয় দলের অনুশীলনে বেশ কিছুটা সময় ব্যাট করলেন। এছাড়া নেটে দেখা মিলল ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravinder Jadeja)।


এশিয়া কাপে চোট পাওয়ার পর জাডেজার অস্ত্রোপ্রচার হয়। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে রঞ্জিতে সৌরাষ্ট্রের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ দিয়েই মাঠে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তারকা অলরাউন্ডার। সেই ম্যাচে সাত উইকেটও নেন জাডেজা। এদিন অবশ্য বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে জাডেজা বল নয়, ব্যাট হাতে দেখা গেল। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই জাডেজার আন্তর্জাতিক প্রত্য়াবর্তন ঘটতে চলেছে। সদ্যই জাডেজা ফিটনেস টেস্টও পাশ করেছেন। তবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সৌরাষ্ট্রের অলরাউন্ডার ফিটনেস টেস্টে পাস করলেও কিন্তু নাগপুর টেস্টে অনিশ্চিত শ্রেয়স আইয়ার। 


 






বেঙ্গালুরুতে স্মিথদের অনুশীলন


ভারতীয় দল নাগপুরে অনুশীলন সারলেও, অস্ট্রেলিয়া কিন্তু বেঙ্গালুরুতেই আপাতত অনুশীলন সারছে। গতকাল থেকেই বেঙ্গালুরুর আলুরে আসন্ন টেস্ট ম্যাচগুলির সম্ভাব্য পিচ পরিস্থিতির কথা মাথা রেখে তৈরি অনুশীলন পিচেই ঘাম ঝরাচ্ছেন স্টিভ স্মিথরা। তবে এই সিরিজের আগে অস্ট্রেলিয়া দল কোনও অনুশীলন ম্যাচ খেলবে না। প্রসঙ্গত, নাগপুরের পর নয়াদিল্লি, ধর্মশালা ও আমদাবাদে বাকি তিন ম্যাচ আয়োজিত হবে। 


আরও পড়ুন: লাল বলের ক্রিকেটে কী আর খেলবেন না হার্দিক? টেস্ট ভবিষ্যত নিয়ে মুখ খুললেন পাণ্ড্য