পাঁশকুড়া : 'শুধু পয়সা নেব, ঘুষ নেব, এই রাত্রিবেলা কোলাঘাটে ব্রিজের তলায় দাঁড়িয়ে লাইট মারব, এই সবগুলো করলে চলবে না।' ভাবছেন কার হুঙ্কার ? না একেবারেই নয় ।সোমবার শহরের পুরাতন বাজারে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা ছিল। সেই মঞ্চ থেকে পুলিশকে নিশানা করেন মন্ত্রীপত্নী। 


সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র তমলুকের বিধায়ক। তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র পাঁশকুড়া পুরসভার ১০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সেই সঙ্গে পাঁশকুড়া শহর তৃণমূলের সভাপতি পদে রয়েছেন তিনি। দলীয় সভা থেকে পাঁশকুড়া থানার IC-কে তৃণমূল জেলা সভাপতির কথামতো চলতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি!  


তিনি বলেন, 'এলাকার শান্তি রক্ষার জন্য থানাকে রাখা হয়েছে। আপনারাও কিন্তু মা মাটি মানুষের সরকারের অধীনস্থ কর্মচারী। এটা ভুললে চলবে না। মানুষকে অকারণ ভয় দেখিয়ে, আপনারা তো মাসে মাসে টাকাটা পান। তা আপনাদের তো পরিষেবাটা দিতে হবে। না হলে কী করে হবে? শুধু পয়সা নেব, ঘুষ নেব, এই রাত্রিবেলা কোলাঘাটে ব্রিজের তলায় দাঁড়িয়ে লাইট মারব, এই সবগুলো করলে চলবে না। এসব চলবে না। আমরা যদি ধরতে পারি, আমি কিন্তু দাঁড়িয়েই এর প্রতিবাদ করব।'

আরও পড়ুন: 


বিয়ের বেনারসি, লেহেঙ্গা সহ গ্রেফতার তিন চোর, পুলিশের ভূমিকায় খুশি বৃদ্ধ দম্পতি 


এ বিষয়ে পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার জানিয়েছেন, কে কী বলেছেন জানি না। এ বিষয়ে কোনও মন্তব্য করব না। আইসি কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও জবাব দিয়েছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি প্রতীক পাখিরা বলেন, আগেও পুলিশকে বাঁচতে টেবিলের তলায় ফাইল ঢেকে লুকোতে হয়েছিল। তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই চান পুলিশ প্রশাসনকে পায়ের নিচে রাখতে, এবং নিজে স্টিয়ারিং যেভাবে চালায়, সেভাবে রাখতে। এটা আবার পুনরায় মন্ত্রীর স্ত্রী মন্ত্রীর প্রভাব খাটিয়ে পুলিশকে সেই কায়দায় আক্রমণ করছে, যাতে তৃণমূলের অপপ্রচার যেগুলো করছে, সেগুলো ঢাকা দিতে পারে তাঁর দাবি, বিরোধী শক্তিকে বেশি মামলা আরও দিতে পারে, সেকারণে এই হুমকি !


বিরোধী শক্তিকে বেশি মামলা আরও দিতে পারে, সেকারণে এই হুমকি