শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুরভোটের আগে ফের বিস্ফোরক উদয়ন গুহ। তুফানগঞ্জে নির্বাচনী প্রচারে ফের হুমকির সুর উদয়ন গুহর। প্রচারে গিয়ে তিনি বলেন, "আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না।" তিনি এও বলেন, "দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। সেখান থেকে তাঁকে মুছে ফেলা হয়েছে। অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকেও মুছে ফেলার দায়িত্ব নিতে হবে মানুষকে'। হুঙ্কার কোচবিহার তৃণমূলের চেয়ারম্যানের। অন্যদিকে, সন্ত্রাস ছড়িয়ে তুফানগঞ্জ দখলের স্বপ্ন পূরণ হবে না, পাল্টা বিজেপি।
এর আগেও পুরভোটের আগে ফের বিতর্ক বাড়িয়েছিলেন উদয়ন গুহ।ভোট না দিলে প্রহারের দাওয়াই দিইয়েছিলেন তৃণমূল বিধায়ক।শাসক নেতার হুঁশিয়ারিতে দানা বেঁধেছিল বিতর্ক। পুরভোটের প্রস্তুতিতে কোচবিহারের দিনহাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি কর্মিসভা করে তৃণমূল।আর এই কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ।পুরভোটে তৃণমূলকে ভোট না দিলে যে রেয়াত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি।
দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, নারায়ণের ভাণ্ডারের সুযোগ নিয়ে পুরভোটে যদি বিশ্বাসঘাতকতা করেন তারজন্য আর একটি নতুন প্রকল্প চালু করা হবে, সেটি হল দুয়ারে প্রহার, সেকথাটা যেন মাথায় থাকে, দুয়ারে প্রহারের মুখোমুখি হতে না চাইলে সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে চলুন।
তবে এবারই প্রথম নয়। এর আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন উদয়ন গুহ। কখন হুমকি দিয়েছেন বিরোধী দলকে। বলেছেন, বদল অনেক হয়েছে, এবার বদলের সঙ্গে সঙ্গে বদলাও চাই।
উদয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিল বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেছেন, দিনহাটার বিধায়ক বিধানসভার উপনির্বাচনে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট করেছিলেন ,এবার পুরভোটের আগে সেই সন্ত্রাসই তৈরি করতে চাইছেন, তাই কর্মী-সমর্থকদের একথা বলেছেন, এখনই তিনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন।