কলকাতা : রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস সমাবেশ। বাংলা জেলা জেলা থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন মহানগরের বুকে। বিশেষ অনুষ্ঠানের প্রাক্কালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে বার্তা দিলেন তৃণমূলনেত্রী। আগামীকাল সমাবেশের জন্য সব কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, প্রশাসনের সঙ্গে সহোগিতার আবেদন জানিয়েছেন নেত্রী। তিনি বলেছেন, 

'২১ জুলাই ২০২২। আর মাত্র একদিন বাকি এবং প্রস্তুতি সমাপ্তির কাছাকাছি, আমরা আবেগে ভরপুর।
আমরা আমাদের বীর শহিদদের স্মরণ করতে গিয়ে সেই পুরনো সময়ে  ফিরে যাচ্ছি । আমাদের শহিদদের মহৎ আত্মত্যাগকে স্মরণ না করে আমাদের জীবনে একটিও দিন কাটে না । 
আগামী প্রজন্মের জন্য, সমগ্র তৃণমূল কংগ্রেস প্রতিটি পরিবার  #শহিদদিবসে একত্রিত হবে এবং শহিদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাবে। আপনার রক্ত কখনও বৃথা যাবে না, আমরা প্রতিজ্ঞা করছি! '  



 দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ।  তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ' রেকর্ড ভিড় হবে ' বলছে তৃণমূল। 


বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে করা হল ওয়ানওয়ে। দেখে নেব এক নজরে সেই তালিকা । 


‘২১’ মিছিলের জন্য one way  



  • উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট

  • দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট

  • উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড

  • পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট

  • দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট

  • পশ্চিম থেকে পূর্ব নিউ CIT রোড

  • দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি

  • দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড

  • দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি  ( BK পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত ) 
    *সূত্র: কলকাতা পুলিশ