কলকাতা: বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই আগে তা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। শুক্রবার কালীঘাটে বৈঠক শেষে ফের তা জানিয়ে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠর করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁরা জানান, অবর্জারভার বা পর্যবেক্ষক নয়, বেশ কয়েকটি জেলা দেখবেন দলীয় নেতারা। যার মধ্যে দার্জিলিং-বর্ধমানের পাশাপাশি নদিয়াও দেখবেন অরূপ বিশ্বাস। হাওড়া-হুগলির দায়িত্বে ফিরহাদ হাকিম। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান দেখবেন মলয় ঘটক। দক্ষিণ দিনাজপুর দেখবেন তাপস রায়।
দলের স্টিয়ারিং তাঁর হাতেই: চলতি বছরই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll)। কিন্তু বীরভূমে তৃণমূলের ভোট ম্যানেজার অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলবন্দি। ভোটের আগে তাঁর জামিন হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। এই প্রেক্ষাপটেই, বীরভূম জেলা তৃণমূলের রাশ নিজের হাতে রাখার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। দলীয় বৈঠকের পরে গত মাসে বীরভূমের খোলা মঞ্চ থেকেও সেই বার্তা দিয়েছিলেন তিনি। এদিন কালীঘাটে বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন বৈঠকের পর ফের একবার চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিলেন বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
লাল মাটির জেলা বীরভূমে, তৃণমূল আর অনুব্রত মণ্ডল সমার্থক। তাঁর প্রতি দলীয় নেতৃত্বের এতটাই ভরসা যে, জেলবন্দি হওয়ার পরও জেলা তৃণমূল সভাপতির পদে বহাল আছেন অনুব্রত। মাসখানেক আগে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বীরভূমের মানুষ ভয় পাবেন না। অনেককে ভয় দেখানো হচ্ছে এজেন্সি আসবে। অনেককে ভয় দেখানো হচ্ছে, বিজেপি আসছে। কিচ্ছু না, নাথিং, চ্যালেঞ্জ নিলাম, বীরভূম আমি নিজে দেখব। আমার ২-১ জন নেতাকে জেলে পুরে রাখলেও, মনে রাখবেন ভোট দেয় মানুষ, ইলেকশনের সময় এমনিতেই তাঁকে ঘরের বাইরে বের হতে দিতেন না, এই জেলা আমি নিজে দেখব। ববি আমাকে সাহায্য করব। ৭ সদস্য রয়েছে।’’
অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে সংগঠন কে দেখবেন, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে কিছুদিন আগে চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর বীরভূমের দায়িত্ব সঁপে দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পরে তাঁদের সঙ্গে বীরভূমে অনুব্রত-বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল শেখ, শতাব্দী রায় ও অসিত মালেরও নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চ্যালেঞ্জ নিলাম, ববি আমার সাথে থাকবে, চাঁদু থাকবে, অভিজিৎ থাকবে, অভেদানন্দ থাকবে।
আরও পড়ুন: West Burdwan: কৃতিত্ব নিয়ে শুরু দড়ি টানাটানি, এক কাজের জোড়া শিলান্য়াস দুর্গাপুরে