কলকাতা: জুবলি-র ( Jubilee) টিজার শেয়ার করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মের সিরিজে এবার 'অটোগ্রাফ' দিতে চলেছেন তিনি। বলাইবাহুল্য তাই অধীর অপেক্ষায় গোটা টলি-বলি। আজ্ঞে হ্যাঁ এই ছবির মধ্যে দিয়ে ওটিটি-তে বলিউডে অন্যভাবে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 


বলিউডের জন্মের গল্প নিয়ে লুটেরা-র পরিচালক


এই ছবি স্বাধীনতার পরবর্তী সময়ের কথা বলে। মূলত বলিউডের জন্মের গল্প নিয়ে তৈরি ইতিহাস। এই সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতয়ানে। ইতিমধ্যেই তিনি উড়ান, লুটেরার মতো ছবির তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। বিশেষ করে ইতিহাস ছোঁওয়া ও হেনরির 'দ্য লাস্ট লিফ' অনুসরণে, তার তৈরি লুটেরা আজও বারবার আলোচিত হয়। বলাইবাহুল্য বিক্রমাদিত্যর পরিচালনা, বলিউডের জন্মের ইতিহাসে নতুন করে ঝড় তুলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অদিতি রাও, রাম কাপুর। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতয়ানের পাশাপাশি সৌমিক সেন। এপ্রিলের ৭ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ। 






 


চশমার বাইরে রাখলেন চোখ


জুবলি-র টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, স্বাধীনতার পরের ভারতবর্ষ। লাল রঙের ট্রাম, সারি সারি ধুতি-পাঞ্জাবি পরা সাধরণ মানুষ এগিয়ে চলেছেন ডকের দিকে। অপরদিকে, দামী গাড়িতে বিলাসিতা চুঁইয়ে পড়ছে। কোনও দিকে না তাঁকিয়ে রাজকীয়ভাবে এগিয়ে আসছেন অদিতি রাও। ডীপ কালারের কোর্ট, মেরুণ টাই পরে, দামী চশমার উপর থেকে তাঁকিয়ে ঠোঁটের কোনায় আলতো হাসি প্রসেনজিৎ-র। 


আরও পড়ুন, ভালবাসায় মোড়া কপিল শর্মার 'জুইগাটো', প্রশংসায় পঞ্চমুখ শেহনাজ


সম্প্রতি মুক্তি পেয়েছে  প্রসেনজিৎ-র আরও একটি ছবির ট্রেলর


অপরদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আরও একটি ছবির ট্রেলর। ৬০ বছরের বৃদ্ধের ভূমিকায় এই ছবিতে দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে। ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল স্ত্রী-র মৃতদেহ। তারপর থেকে জীবনটা লণ্ডভণ্ড হয়ে যায়। বারবার তাড়া থেকেও স্ত্রী'র জীবনী লেখাটা শেষ করে উঠতে পারেন না বছর ষাটের বৃদ্ধ বাল্মিকী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। অতঃপর লেখার কাজ সম্পূর্ণ করতে আনা হয় গার্গী রায়চৌধুরীকে। পরিচালক অতনু ঘোষের ছবি 'শেষ পাতা'র ট্রেলার জুড়ে যেন উঠে বেজে চলেছে বিষণ্ণতার সুর। কলকাতা শহরের টুকরো কোলাজ ধরা পড়েছে ছবির বিভিন্ন ফ্রেমে।