আশাবুল হোসেন, কলকাতা: পঞ্চায়েত ভোটকে (Panchayat Poll 2023) হাতিয়ার করে, ২০২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিতে চাইছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের প্রচারে নামবেন প্রথম সারির একাধিক নেতা-নেত্রী। আগামী সপ্তাহ থেকেই প্রচারে নামবে ঘাসফুল শিবির।


নজরে লোকসভা নির্বাচন: পাখির চোখ লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই হাইভোল্টেজ ভোট। আর পঞ্চায়েত ভোটের প্রচার থেকে তার প্রস্তুতিও কার্যত শুরু করে দিতে চাইছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে এদিন কালীঘাটে দলীয় বৈঠক হয়। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সারির ৫০ জন নেতা-নেত্রী জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করবেন। ২০ জুন থেকে প্রচারে নামবেন তাঁরা। প্রচারের কৌশল হিসেবে ঠিক হয়েছে, গ্রামে গ্রামে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের তালিকা তুলে ধরা হবে। সেইসঙ্গে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হবে, তৃণমূলকে ভোট দিয়ে পঞ্চায়েতে শক্তিশালী করলে, ২০২৪ সালে দিল্লি থেকে মোদি সরকার সরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।


পঞ্চায়েত ভোটের আগে দলীয় বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই নিয়ে যাতে দলের অন্দরে কোনও দ্বিমত না থাকে, তার জন্য তৃণমূলে নবজোয়ার যাত্রায় গোপন ব্যালটে ভোটাভুটি চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেখানেও যেমন জেলায় জেলায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এসেছে। ঠিক তেমনই, পঞ্চায়েত ভোটেও রাজ্যের শাসকদলের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিক্ষুব্ধরা। টিকিট না পেয়ে অনেকেই নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেছেন। এমনকী, তাঁদের হয়ে আবার মুখ খুলেছেন তৃণমূল বিধায়কদেরই একাংশ।


এই প্রেক্ষাপটেই শনিবার কালীঘাটে দলীয় বৈঠকে কড়াবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, দলের নির্দেশ অমান্য করে যাঁরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা মনোনয়ন প্রত্যাহার না করলে, চিরকালের জন্য দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। মনোনয়ন পর্বে টানা তিন দিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। সংঘর্ষে প্রাণ গেছে দুই তৃণমূল কর্মী ও এক ISF কর্মীর। সূত্রের খবর, কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, ভাঙড়ের আইনশৃঙ্খলা বিষয়টি প্রশাসন দেখছে। তিনি নিজে সব কিছুর রিপোর্ট নেবেন। পাশাপাশি দলের তরফে, ভাঙড়ে পঞ্চায়েত ভোট সামলাতে সওকত মোল্লার সঙ্গে, প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকেও দায়িত্ব দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস