Madan Mitra : 'অভিষেক প্যান্ডোরার বাক্সটা খুলে দিলে...', হিরণকে নিয়ে জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

TMC : অজিত মাইতির সঙ্গে গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় ?

Continues below advertisement

কলকাতা : সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) একটি ভাইরাল ছবি ঘিরে ফের তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই ছবি অনুযায়ী, অজিত মাইতির সঙ্গে গত ১০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। এমনই খবর সূত্রের। যদিও এনিয়ে কোনও মন্তব্য করেননি হিরণ। উপরন্তু তিনি 'জয় শ্রীরাম' স্লোগান তোলা পুরনো ভিডিও পোস্ট করেন। কিন্তু, এই খবর সামনে আসার পরই ফের একবার দলবদলের জল্পনা শুরু হয়েছে। তার সঙ্গে এই প্রশ্নও উঠছে, গেরুয়া শিবির থেকে কি কেউ যোগ দেবেন ? এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

Continues below advertisement

কী বলেন মদন ?

তিনি বলেন, "কে জয়েন করবে, কে জয়েন করবে না, এটা দলীয় নেতৃত্বের ব্যাপার। প্রত্যেকেই স্বাগত। যদি শত্রুঘ্ন সিনহা বা বনগাঁ থেকে বিশ্বজিৎ আসতে পারেন। আমার তো মনে হয়, শুধু হিরণের নাম উঠছে। কিন্তু, অভিষেকের কাছে যে মোড়া খামটা রয়েছে, তাতে অনেকগুলো হরিণ ধরা পড়ে গেছে। অভিষেক নামটা বের করছে না। থ্যাঙ্কস টু অভিষেক। কারণ, এখনই যদি প্যান্ডোরার বাক্সটা খুলে দেয়, তাহলে বিজেপি পার্টিটা আর পশ্চিমবঙ্গে পতাকা তোলার লোক পাবে না।"

সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যোগদান নিয়ে কথা হয় হিরণের। কী শর্তে তিনি তৃণমূলে যোগ দিতে চান, সেবিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই সময় এই মর্মে খবর সম্প্রচারিত হলেও, হিরণ তা অস্বীকার করেন। ট্যুইট করে তিনি জানান, মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছেন তিনি। এই খবর সম্পূর্ণ মিথ্যা।

সূত্রের খবর, বিজেপির এক শীর্ষ নেতা নাকি তাঁকে এই ট্যুইট করতে চাপ দিয়েছিলেন। অবশেষে, গত ১০ জানুয়ারি তিনি যে অজিত মাইতির সঙ্গে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন, সেই ছবি আজ প্রকাশ্যে চলে আসে। সেদিন  প্রায় ৪০ মিনিট অভিষেকের দফতরে ছিলেন হিরণ। বৈঠকে আরও দুই বিজেপি নেত্রী ছিলেন বলে সূত্রের খবর। তাঁদের মধ্যেই একজন এই ছবিটি সামনে নিয়ে এসেছে বলে খবর। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিরণ-সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে, অজিত মাইতি নিজে সেদিন হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিলেন। ইন্দোরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপি বিধায়কের। বিমানে ইন্দোর পৌঁছন তিনি। অনেক রাতে ট্যুইট করে তিনি দাবি করেন, ক্যামাক স্ট্রিটে যাননি।

আরও পড়ুন ; অভিষেকের দফতরে হিরণ, ভাইরাল ছবি ঘিরে জল্পনা

Continues below advertisement
Sponsored Links by Taboola