কামারহাটি: দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের হেভিওয়েট নেতাদের। তা নিয়ে শীর্ষ নেতৃত্ব যখন সাবধানতা অবলম্বন করছেন, সেই সময় বরাবরের মতোই স্বরূপে ধরা দিলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কোনও কিছুতেই মুখ খুলতে পিছপা হন না তিনি। এ বারও সেই ভূমিকাতেই দেখা গেল মদনকে। টেট, পার্থ কিছুই নয়, এমন বহু লোক বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। 


টেট, পার্থ কিছুই নয়, বাইরে ঘুরছে বড় চক্র! দাবি মদনের


মঙ্গলবার কামারহাটিতে (Kamarhati) ছট পুজোর অনুষ্ঠানে যোগ দেন মদন। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। মদন বলেন, চিটিংবাজ, ফেরেববাজে চারিপাশ ভরে গিয়েছে। চাকরি দেব বলে টাকা নিচ্ছে। ৭ লাখ, ১০ লাখ, ২০ লাখ করে নিচ্ছে! টেট দেখছেন! দূর মশাই। তার জন্য তো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আমাদের দল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাইরে কত লিস্টেড, আনলিস্টেড চিটিংবাজ ঘুরে বেড়াচ্ছে! একটিও চিটিংবাজকে সমর্থন করবেন না। ছারপোকার মতো টিপে মেরে দিন। যারা মানুষের পয়সা নিয়ে, রক্ত বিক্রির পয়সা নিয়ে, মায়ের গয়না বিক্রির পয়সা নিয়ে, চাকরি নিয়ে চিটিংবাজি করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।"


আরও পড়ুন: Dilip Ghosh: 'দিদি ওনার সঙ্গে নেই, কারণ, উনি টাকাপয়সার ভাগ দেননি', পার্থ ইস্যুতে বিস্ফোরক দিলীপ


এ নিয়ে মদনকে যদি কটাক্ষই করেছেন রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "বিপজ্জনক ব্যাপার। আমি বার বার বলেছি,  উনি রসে-বশে আছেন, সুরে, গানে, তালে, লয়ে আছেন। উনি ওখানেই থাকুন। ওঁর দলই ওঁকে অনুমোদন দেবে না। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের দলের মধ্যে থেকে সতীর্থকে গলা টিপে মেরে শুরু করতে হবে ওঁকে। তাহলে তো অর্ধেক তৃণমূলই শেষ হয়ে যাবে!"


মদন ও তৃণমূলকে কটাক্ষ বিজেপি-র শমীক ভট্টাচার্যর


মদন যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি। তবে সম্প্রতি বিজেপি-কে কার্যতই হুঁশিয়ারি দেন তিনি। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, "অন্যায় করলে ইডি, সিবিআই ধরুক, কিন্তু নির্দোষকে ফাঁসানোর চেষ্টা করলে আগুন জ্বলবে।" দলের বিজয়া সম্মিলনীতে এমনই হুঁশিয়ারি দেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। দাবি করেন, তাঁর কাছে আগাম খবর আছে যে, রাজ্যে সরকার ফেলতে ডিসেম্বরের মধ্যে বিজেপি আরও গভীর ষড়যন্ত্র করতে চলেছে। তবে নির্বাচিত সরকার ফেলা অত সহজ নয় বলেও দাবি করেন মদন।