TMC MLA Oath: উপনির্বাচনের ফল ঘোষণার ১৭ দিন পার, দুই প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন

West Bengal News: রাজভবন সূত্রের খবর, নিয়ম অনুয়ায়ী পরিষদীয় দফতর থেকে শপথের অনুমোদন চেয়ে কোনও চিঠি না আসায় পাল্টা চিঠি দিলেন রাজ্য়পাল।

Continues below advertisement

রুমা পাল, কলকাতা: বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের (West Bengal By Election Result 2024) ফল ঘোষণার ১৭ দিন পরেও দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ (TMC MLA Oath) নিয়ে টানাপোড়েন। শপথ গ্রহণের অনুমতি চেয়ে বিধানসভার সচিবের দেওয়া চিঠির এবার পাল্টা চিঠি দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।

Continues below advertisement

শপথ নিয়ে টানাপোড়েন: গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার সঙ্গেই রাজ্যের দুই আসনে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়। বরানগর বিধানসভা উপ নির্বাচনে বিজেপির সজল ঘোষকে পরাজিত করেছেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। ভগবানগোলা বিধানসভা উপ নির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল। রাজভবন সূত্রের খবর, নিয়ম অনুয়ায়ী পরিষদীয় দফতর থেকে শপথের অনুমোদন চেয়ে কোনও চিঠি না আসায় পাল্টা চিঠি দিলেন রাজ্য়পাল। সূত্রের আরও খবর, বিধানসভার সবথেকে প্রবীণ বিধায়ক কে, সর্ব কনিষ্ঠ বিধায়ক কে এবং তফশিলি জাতি ও উপজাতির বিধায়ক কারা আছেন সেই তথ্য় জানতে চাওয়া হয়েছে চিঠিতে। উপনির্বাচনের ফল ঘোষণার পর জয়ী সদস্য়দের শপথ গ্রহণের অনুমতি চেয়ে রাজ্য়পালকে চিঠি দেন বিধানসভার সচিব। প্রসঙ্গত, এর আগে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ ঘিরেও রাজ্য়-রাজ্য়পাল টানাপোড়েন তৈরি হয়েছিল। ফের দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে নবান্ন ও রাজভবনের মধ্য়ে তৈরি হল টানাপোড়েন।  

এদিকে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে চিঠি দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, রাজ্য়ের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। এই মর্মে মুখ্য়মন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্য়পাল। চিঠিতে যথাযথ ব্য়বস্থা নেওয়ার জন্য় মুখ্য়মন্ত্রীকে রাজ্য়পাল আবেদন জানিয়েছেন বলেও সূত্রের খবর। লোকসভা ভোট মিটতেই দিকে দিকে হিংসার অভিযোগ উঠছে। বিরোধী দলের কর্মী-সমর্থকদের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে জেলায় জেলায়। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্য়পালের কাছে নালিশ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক-শিক্ষাকর্মীরাও! অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য

 

Continues below advertisement
Sponsored Links by Taboola